লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-বুড়িমারী হবে দেশের দীর্ঘতম রেলওয়ে রুট

বুড়িমারী-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা
বুড়িমারী-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা

প্রতীক্ষার এক যুগ পর বুড়িমারী-ঢাকা রুটে চালু হচ্ছে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার (১২ মার্চ) উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষ। এজন্য আনা হয়েছে ট্রেনের কোচ। দেওয়া হয়েছে ট্রায়াল রান। ফলে এটি হবে দেশের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে রুট।

২০১১ সালের ১৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গোরপোতা ও তিন বিঘা করিডোর পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুড়িমারী থেকে সরাসরি রাজধানী ঢাকায় চলাচলের জন্য একটি আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি মতে বুড়িমারী-ঢাকা রুটে আন্তঃনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামে একটি ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (৯ মার্চ) বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপপরিচালক (টিটি) মো. শওকত জামিল মোহসী স্বাক্ষরিত এক নির্দেশপত্রে ট্রেনটি উদ্বোধনের বিষযটি জানানো হয়।

এর আগে ট্রেনটির উদ্বোধনের তারিখ পাঁচবার পেছানো হয়েছে। সর্বশেষ ১২ মার্চ উদ্বোধনের তারিখ পুননির্ধারণ করা হয়েছে। তবে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এবারে আর তারিখ পেছানোর সুযোগ নেই।

এদিকে লালমনিরহাটের উপজেলায় যাত্রাবিরতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। সোমবার আদিতমারী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে স্থানীয়রা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে।

লালমনিরহাটের উন্নয়ন নিয়ে আন্দোলন করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘অতিক্রম’-এর আহবায়ক হেলাল হোসেন কবির জানান, বুড়িমারী-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনটি চালুর দাবিতে একাধিকবার মানববন্ধন করা হয়েছে। দেওয়া হয়েছে স্মারকলিপি। ট্রেনটির উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে ৫ বার। এতে লালমনিরহাটবাসী হতাশ হয়েছে। ট্রেনটি চালু হলে জেলার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

লালমনিরহাট সাংস্কৃতিক সংগঠন রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদ জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন আমাদের কাছে বহু আকাঙ্ক্ষার ট্রেন। এ ট্রেনকে নিয়ে আমরা উন্নয়নের স্বপ্ন দেখি। ট্রেনটি উদ্বোধনের খবরে আমরা আনন্দিত।

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি রুহুল আমিন বাবুল জানান, বুড়িমারী স্থলবন্দর দেশের তৃতীয় স্থলবন্দর। এই বন্দর দিয়ে বাংলাদেশ-ভারত-নেপাল ও ভুটানে প্রতিদিন সহস্রাধিক পাসপোর্টযাত্রী ও ব্যবসায়ীরা যাতায়াত করেন। বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হলে পাসপোর্টযাত্রী ও ব্যবসায়ীদের যাতায়াত হবে ঝুঁকিমুক্ত।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর জন্য ট্রায়াল রান শেষ করা হয়েছে। রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেনটি ১২ মার্চ চালু করা হচ্ছে। এবারে আর তারিখ পেছানোর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১০

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১১

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১২

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৩

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৪

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৫

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৬

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৭

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৮

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৯

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

২০
X