

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেংগাইন রোড সংলগ্ন মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের পাশে ‘বিসমিল্লাহ এগ্রো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপে’-এ আগুন লাগে।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুুটি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই ওয়ার্কশপের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান কারখানার শ্রমিকরা।
এদিকে একাধিক শ্রমিক আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
সোনারগাঁ ফায়ার স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাই।
মন্তব্য করুন