কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

‘আমি এতিম, পুলিশের চাকরি পাব স্বপ্নেও ভাবিনি’ 

কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পাওয়া সদস্যরা। ছবি : কালবেলা
কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পাওয়া সদস্যরা। ছবি : কালবেলা

‘আমার বাবা ভিক্ষুক ছিলেন, মা রাজমিস্ত্রির কাজ করতেন। সংসারে অভাব থাকায় আমাকে ছোটবেলায় এতিমখানায় দিয়ে দেন বাবা-মা। পরে বাবা মারা গেলে মা অন্যত্র বিয়ে করে চলে যান। আমি বড় হয়েছি এতিমখানায়। আমি এতিম, পুলিশের চাকরি পাব স্বপ্নেও ভাবিনি।’

এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পাওয়া মো. হাসানুর রহমান।

বৃহস্পতিবার (১৪ মার্চ) কুড়িগ্রামের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি আল আসাদ মো. মাহফুজুল ইসলাম চূড়ান্তভাবে উত্তীর্ণদের নাম ঘোষণা করেন।

পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করা হয়। পরে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

হাসানুর রহমান বলেন, ‘সরকারি চাকরি কে না পেতে চায়। সেই সোনার হরিণটি পেয়েছি। আমার যে পুলিশে চাকরি হবে স্বপ্নেও ভাবিনি। আমি ও আমার বোন এতিমখানায় বড় হয়েছি। আজ যদি আমার ভিক্ষুক বাবা বেঁচে থাকতেন, কতই না খুশি হতেন।’

হাসানুর রহমান নাগেশ্বরীর সুখাতি বোর্ড ঘর এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি নাগেশ্বরী পৌর শহরের গোলাপ খাঁ শিশু শোধন কেন্দ্রে (এতিমখানা) বড় হয়েছেন। স্থানীয় স্কুল থেকে মাধ্যমিক, নাগেশ্বরী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন।

শুধু হাসানুর রহমানই নন, কুড়িগ্রামে আরও ৫১ জন নারী-পুরুষের চাকরি হয়েছে কনস্টেবল পদে। শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়ায় প্রার্থী ও অভিভাবকরা আবেগপ্রবণ হয়ে অনুভূতি ব্যক্ত করেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন। এ সময় তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে পুলিশ বাহিনীতে কাজ করার প্রেরণা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, আরআরএফ রংপুরের সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান প্রমুখ।

চূড়ান্তভাবে পুরুষ সাধারণ ২৬ জন, নারী পাঁচজন, মুক্তিযোদ্ধা কোঠায় পুরুষ ১৩ জন, নারী দুইজন, পুলিশ পোষ্য কোঠায় পুরুষ চারজন, নারী একজন এবং এতিম কোঠায় পুরুষ একজনসহ ৫২ জনকে মনোনীত করে টিআরসি নিয়োগ বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান

র‌্যাঙ্কিংয়ে উধাও রোহিত-কোহলির নাম, কারণ জানাল আইসিসি

রাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল

ভাঙন ভাঙন খেলায় দিশেহারা নদীপাড়ের মানুষ

চালককে ওয়াশরুমে রেখে প্রাইভেটকার নিয়ে ছুটছিলেন তিন বন্ধু

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি / কর কমিশনার মো. মুস্তাকসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে দুদক

‎আশাশুনি সাব-রেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণে জরুরি আলোচনাসভা

দেবের প্রশংসায় ইধিকা

গ্যাসের ব্যথা ভেবে হার্ট অ্যাটাকের লক্ষণ নিয়ে ঘুরছেন না তো?

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১০

বয়স ৪০ হলেও চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১১

জ্বালানি তেলের দাম কমবে কবে

১২

ভুল করে বাসের ভাড়া না দিলে কী করবেন? যা বলছেন আলেমরা

১৩

যেসব এলাকায় বেশি সক্রিয় বৃষ্টিবলয় স্পিড

১৪

২১ আগস্ট গ্রেনেড হামলা, আপিলের রায় ৪ সেপ্টেম্বর

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৬

ভিসা ইস্যু করা নিয়ে যে তথ্য জানাল যুক্তরাষ্ট্র

১৭

খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা

১৮

সেরা পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ ওয়াসিম আকরামের

১৯

প্রাক্তনদের উদ্দেশে যা বললেন ইমন

২০
X