জয়পুরহাটে মাদক কারবারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৫ মার্চ) জয়পুরহাট র্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দ্রীপুর গ্রামের সাইফুল ইসলাম (৫৩), সদর উপজেলার জামালপুর গ্রামের রফিকুল ইসলাম (৪৮) একই এলাকার সানোয়ার হোসেন (৩৬) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগদীশপুর গ্রামের আবু তাহের (৪৫)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রুকিন্দ্রীপুর গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে তাদের আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ মাদক টাপেন্টাডল বড়ি জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর আসামিদের আক্কেলপুর থানা পুলিশে সোপর্দ করেছে র্যাব।
মন্তব্য করুন