দুর্নীতি করে কেউ যেন কৃষকের কলিজা ছিদ্র না করে এ বিষয়ে সবাইকে হুঁশিয়ার করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
তিনি বলেন, বিএনপির আমলে সারের জন্য ১৮ জন কৃষককে গুলি খেয়ে প্রাণ দিতে হয়েছিল। এখন কৃষকের পেছনে সার ঘোরে। ৫ লাখ টন সার বর্তমানে গোডাউনে মজুত আছে।
রোববার (১৭ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ডেংগারবন এলাকায় চাষিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকবান্ধব আওয়ামী লীগ সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে এখন কৃষকদের কোনো কিছুর অভাব নেই। আধুনিক যন্ত্রপাতি থেকে নিয়ে সব ধরনের পর্যাপ্ত সরঞ্জাম রয়েছে।
কৃষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের যখন যা প্রয়োজন সব বলবেন। আমাদের কৃষি বিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তা দিতে সদা প্রস্তুত।
তিনি আরও বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ পৃথিবীর যে দেশ; সে দেশের কারও কাছে হাত পাততে হয় না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে- এ কথা তো অস্বীকার করার উপায় নেই। তাই আর যাই হোক দুর্নীতি করে কেউ যেন কৃষকের কলিজা ছিদ্র না করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মন্তব্য করুন