

গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ছরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে। তিনি গত ১৬ জুলাই গোপালগঞ্জ পৌরপার্কে বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) জনসভার মঞ্চ ভাঙচুর মামলার আসামি।
মন্তব্য করুন