ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ
প্রতারণার সংবাদ প্রকাশ

সাংবাদিককে ছাত্রলীগের হত্যার হুমকি

সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি। ছবি : কালবেলা
সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি। ছবি : কালবেলা

প্রতারণার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ছাত্রলীগ নেতা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বাগেরহাট ফকিরহাটের সাতবাড়িয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাহামুদুল হাসানের (২৭) বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। তিনি ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ ও প্রতারণার সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনিকে হত্যার হুমকি দেন ওই নেতা।

শনিবার (১৬ মার্চ) রাতে হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ফকিরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শেখ মনি। জিডি নম্বর ৮১০। তিনি জাতীয় দৈনিক কালবেলা, স্থানীয় দৈনিক রানার ও দৈনিক ফুলতলা পত্রিকার প্রতিনিধি। এছাড়া ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত।

এর আগে, সোমবার (১১ মার্চ) ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ও ফকিরহাট মডেল থানায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মাহামুদুল হাসানের বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নামে একাধিকবার নগদ ও ব্যাংক চেকের মাধ্যমে প্রায় কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারণার সংবাদ পত্রিকায় প্রকাশ করেন তিনি।

প্রতারক মাহমুদুল হাসান কখনো কাস্টমস কর্মকর্তা আবার কখনো রাজনৈতিক নেতাদের সহযোগী হিসেবে পরিচয় দিয়ে মানুষকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাত। ভুক্তোভোগীদের মধ্যে একই এলাকার কামরুজ্জামান সুজন টাকা দিয়েও চাকরি এবং টাকা ফেরত পেতে ব্যর্থ হয়ে প্রতারক মাহামুদুল হাসানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (৭ মার্চ) থানায় অভিযোগ করেন। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর মাহামুদুল হাসান সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনির অফিসে এসে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেয়।

হুমকির বিষয়ে সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি জানান, ভুক্তভোগী কর্তৃক থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মাহামুদুল হাসানের নামে সংবাদ প্রকাশ করার পর একটি সাদা প্রাইভেট কারে আমার অফিসে এসে গালাগাল ও মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। তার এমন আক্রমণাত্মক ব্যবহারে আমিসহ অন্য সাংবাদিকরা হতবাক হয়ে যাই। গরিব পরিবারের বেকার সন্তান হয়েও মাত্র বছর দুইয়ের মধ্যে এই ছেলেটি কীভাবে কোটি টাকার মালিক হয়েছে তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

জীবনের নিরাপত্তা চেয়ে জিডির বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানা ওসি মো. আশরাফুল আলম বলেন, হুমকিদাতা মাহামুদুল হাসানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। তার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পেলে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল’

বিয়ে ও প্রার্থনা অনুষ্ঠানে হামলা, নিহত ২৭

৩০ বছর ধরে হাওয়াই মিঠাইয়ে জীবন ছামাদের 

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

কোস্টারিকা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন

ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটক ২১

হার্টবিট শোনা কি চিন্তার কারণ

বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও জাপার ৩ শতাধিক নেতাকর্মী

শিক্ষা সংস্কারে সিদ্ধান্ত গ্রহণে তরুণদের যুক্ত করার আহ্বান ইউনেস্কো প্রধানের

নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ব্র্যাক ব্যাংকে চাকরি, থাকছে না বয়সসীমা 

১১

ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

১২

চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৩

চ্যাম্পিয়ন দল পেল ২ কোটি ৭৫ লাখ, তানজিদ-শরিফুলরা পেলেন কত টাকা?

১৪

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : রিজভী

১৫

অস্ত্রসহ ছাত্রলীগ নেতা উজ্জ্বল আটক

১৬

প্রতীক পাওয়ার ২ দিন পর মাঠ ছাড়লেন প্রার্থী, হতাশ কর্মী-সমর্থক 

১৭

সুযোগ পেলে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৮

চট্টগ্রাম বন্দরে আয়ের ইতিহাস, সেবায় জট

১৯

দুর্বৃত্তদের গুলিতে ‘লেদা পুতু’ নিহত

২০
X