ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ
প্রতারণার সংবাদ প্রকাশ

সাংবাদিককে ছাত্রলীগের হত্যার হুমকি

সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি। ছবি : কালবেলা
সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি। ছবি : কালবেলা

প্রতারণার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ছাত্রলীগ নেতা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বাগেরহাট ফকিরহাটের সাতবাড়িয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাহামুদুল হাসানের (২৭) বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। তিনি ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ ও প্রতারণার সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনিকে হত্যার হুমকি দেন ওই নেতা।

শনিবার (১৬ মার্চ) রাতে হুমকির ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ফকিরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শেখ মনি। জিডি নম্বর ৮১০। তিনি জাতীয় দৈনিক কালবেলা, স্থানীয় দৈনিক রানার ও দৈনিক ফুলতলা পত্রিকার প্রতিনিধি। এছাড়া ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত।

এর আগে, সোমবার (১১ মার্চ) ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ও ফকিরহাট মডেল থানায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মাহামুদুল হাসানের বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নামে একাধিকবার নগদ ও ব্যাংক চেকের মাধ্যমে প্রায় কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারণার সংবাদ পত্রিকায় প্রকাশ করেন তিনি।

প্রতারক মাহমুদুল হাসান কখনো কাস্টমস কর্মকর্তা আবার কখনো রাজনৈতিক নেতাদের সহযোগী হিসেবে পরিচয় দিয়ে মানুষকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাত। ভুক্তোভোগীদের মধ্যে একই এলাকার কামরুজ্জামান সুজন টাকা দিয়েও চাকরি এবং টাকা ফেরত পেতে ব্যর্থ হয়ে প্রতারক মাহামুদুল হাসানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (৭ মার্চ) থানায় অভিযোগ করেন। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর মাহামুদুল হাসান সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনির অফিসে এসে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেয়।

হুমকির বিষয়ে সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি জানান, ভুক্তভোগী কর্তৃক থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে মাহামুদুল হাসানের নামে সংবাদ প্রকাশ করার পর একটি সাদা প্রাইভেট কারে আমার অফিসে এসে গালাগাল ও মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। তার এমন আক্রমণাত্মক ব্যবহারে আমিসহ অন্য সাংবাদিকরা হতবাক হয়ে যাই। গরিব পরিবারের বেকার সন্তান হয়েও মাত্র বছর দুইয়ের মধ্যে এই ছেলেটি কীভাবে কোটি টাকার মালিক হয়েছে তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

জীবনের নিরাপত্তা চেয়ে জিডির বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানা ওসি মো. আশরাফুল আলম বলেন, হুমকিদাতা মাহামুদুল হাসানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। তার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পেলে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত বাড়বে?

গাজায় দেড় শতাধিক আকাশচুম্বী ভবনের পরিকল্পনা ট্রাম্প জামাতার

সাধারণ মানুষের সরব উপস্থিতিই বিএনপির শক্তির প্রমাণ : আমিনুল হক

মাজারে যাওয়ার পথে প্রাণ গেল ২ জনের

২১ বছর পর কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান

ট্রাম্পের কারণে বিশ্বকাপ বয়কট করতে চায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা

সঠিকভাবে হিজাব না পরায় তরুণীকে কারাগারে নিয়ে নির্যাতন

শিক্ষা কখনো একতরফা নয়, হতে হবে সবার অংশগ্রহণে : শিক্ষা সচিব

দেশের উন্নয়নে বিএনপি ছাড়া বিকল্প নেই : মিন্টু  

কার নির্দেশে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যা, জানাল ডিবি

১০

সংস্কার নস্যাৎ করে ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা চলছে : মঞ্জু

১১

প্রাণ গেল ২ জনের

১২

কসাই আনিসকে ৬ টুকরো করলেন প্রেমিকা

১৩

ফের বিয়ে করলেন মধুমিতা

১৪

কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, যা বললেন নাজমি

১৫

‘ভারতের সঙ্গে বিএনপির চুক্তির কথা ভিত্তিহীন, এটা জামায়াতের অপপ্রচার’

১৬

এটিএম বুথে কার্ড আটকে গেলে যা করবেন

১৭

হঠাৎ অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

‘হিজাব পরা আপুরাও মিথ্যা ছড়াচ্ছেন’—মেয়েদের ট্রল নিয়ে বিস্ফোরক বুবলী

১৯

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

২০
X