মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৫:৫০ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাঁটাইয়ের প্রতিবাদে মোংলা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর। ছবি : কালবেলা
বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর। ছবি : কালবেলা

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) এলাকায় একটি কারখানা পুলিশ ও ইপিজেডের নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, ভিআইপি নামক একটি প্রতিষ্ঠান হঠাৎ ১৭০০ শ্রমিককে ছাঁটাই করে। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করে কারখানায় মধ্যে ছাঁটাইকৃত শ্রমিকদের কাছ থেকে জোর করে স্বাক্ষর নেওয়া হয়।

পরে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে এসে ইপিজেডের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে । এতে কতর্বরত আনসার সদস্যরা বাধা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। বেলা সাড়ে ১১টার দিকে বেপজার নিরাপত্তাকর্মী ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হন। বিকাল ৩টার পর শ্রমিকরা ইপিজেড এলাকা ত্যাগ করে চলে যান।

মোংলা ইপিজেডে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ভিআইপি ইন্ডাস্ট্রিজ। প্রায় ৮ হাজারের অধিক শ্রমিক এসব কারখানায় কর্মরত ছিল। করোনাকালীন সময় কিছু শ্রমিক ছাঁটাই করা হয়। পরে বিশ্ব অর্থনীতি মন্দা ডলার সংকটসহ নানা কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় শ্রমিক ছাঁটাই করে।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, মোংলা ইপিজেডের ভিআইপি নামের কারখানার শ্রমিকদের ছাঁটাই কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তবে নিয়মের মধ্যে থেকেই কারখানা কর্তৃপক্ষ কর্মী ছাঁটাই করছে বলে জানিয়েছে। তবে শ্রমিকদের দাবি, যথাযথ পাওনা তারা বুঝে পাননি। এটা নিয়েই অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহিম তুষার ও মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাঁদ দিয়ে বক শিকার, যুবকের কারাদণ্ড

ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন মা

পাঁচ ইসলামী ব্যাংক এক করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ

নারীদের বন্ধ্যাত্বের সাধারণ ৬ লক্ষণ, যা জানা জরুরি

পদ্মায় প্রকাশ্যে ইলিশ শিকার, মিলছে হোম ডেলিভারিতে

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে গবেষণায় মাভাবিপ্রবি ৭৪৬তম

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়েছে ঢাবি, আবারও দেশসেরা

বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির চেষ্টা, পিটুনি দিয়ে পুলিশে

১০

সফল হতে চান? রাতে এই সহজ ৫ কাজ করুন

১১

টাইফয়েড টিকার পার্শ্ব-প্রতিক্রিয়া কেমন হতে পারে, জানালেন ডা. সায়েদুর

১২

অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষে বন্ধ হাসপাতাল, চিকিৎসা নিতে আসা একজনের মৃত্যু

১৩

বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

১৪

বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ দেখতে দর্শকদের মানতে হবে যেসব নির্দেশনা

১৫

মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

১৬

শিল্পের ক্যানভাসে টিটুর মুনশিয়ানা

১৭

ওএসডি হলেন এনবিআরের বেলাল চৌধুরী

১৮

বিশেষ অভিযানে আরও ১৬৩২ জন গ্রেপ্তার

১৯

সড়কে নেই বাতি, মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

২০
X