ঝালকাঠির রাজাপুর থানার ভিতরে সাংবাদিক সৈয়দ মাঈনুল ইসলাম টুটুলকে লাঞ্চিত করেন রাজাপুর থানায় কর্মরত এ এস আই মাহাবুব।
শনিবার (৩০ মার্চ) বিকেলে সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রাতে থানার সামনে এ এসআই মাহাবুবের প্রত্যাহার দাবিতে স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিরা বিক্ষোভ প্রদর্শন করে ১২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন।
সাংবাদিক মাঈনুল ইসলাম টুটুল জানায়, এলাকায় বিবদমান ঘটনায় একটি পক্ষকে থানায় নিয়ে আসা হলে জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে উপস্থিত হই। তখন আমার সাথে আমার শিশু কন্যও ছিলো। এ এস আই মাহাবুবের সাথে কথা বলার একপর্যায়ে শিশুকন্যার সামনে তিনি আমার গায়ে হাত তুলে এবং আমায় লাঞ্চিত করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, প্রশাসনিক তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্য’র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাজাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক রাজাপুর উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান খান এবং ইউপি সদস্য ও উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর।
এসময় উপস্থিত ছিলেন রাজাপুর প্রেস ক্লাব সভাপতি এনামুল হোসেন খান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. অহিদ সাইফুল, প্রেস ক্লাব সদস্য গোপাল কর্মকার, মাহামুদুল হাসান, ইউপি সদস্য মো. মামুন, রিয়াদ তালুকদার, ইলিয়াস ফরাজী প্রমুখ।
মন্তব্য করুন