চুয়াডাঙ্গায় বইছে মাঝারি তাপপ্রবাহ। এতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তীব্র গরমে রোজাদারদের অবস্থাও ওষ্ঠাগত। আবহাওয়া অফিস বলছে সহজে দেখা মিলছেনা বৃষ্টির।
সোমবার (১ এপ্রিল) এ জেলায় দুপুর ১২টায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আদ্রতা ছিল ২৮ শতাংশ। বেলা ৩টায় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৩৮ দশমিক ৫ ডিগ্রিতে। এ সময় বাতাসের আদ্রতা ২১ শতাংশ।
এরপর সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াাস। দু’তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা আরও বাড়তে পারে।
সরেজমিনে দেখা যায়, সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তীব্র রোদের দেখা মিলছে। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুন ঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। সূর্য একেবারে ডুবে যাবার আগ পর্যন্ত এ অবস্থা বিরাজ করছে।
চলমান তাপপ্রবাহে সবচেয়ে কষ্টে পড়েছে খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যান চালক ও কৃষকেরা। তীব্র রোদে মাঠে টিকতে পারছেন না কৃষক ও দিনমজুরা।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, মঙ্গলবার (২ এপ্রিল) এ জেলার তাপমাত্রা আরও বাড়বে। দু’একদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়ার এ পরিস্থিতি আপাতত চলমান থাকবে।
মন্তব্য করুন