ঈদ উপলক্ষ্যে মাত্র ১০ টাকায় শাড়ি ও লুঙ্গি এবং ২ টাকায় ব্লাউজ বিতরণ করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান ফাইট আনটিল লাইট (ফুল) পৌরসভাধীন দেড় শতাধিক মানুষের মাঝে এ কার্যক্রম পরিচালনা করে।
সোমবার (১ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজমোড়স্থ আউটার স্টেডিয়ামে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নাজিরা মিয়াপাড়ার রাবেয়া বেগম নামমাত্র মূল্যে শাড়ি পেয়ে বলেন, ঈদোত বেটিটাক এখান ভালো শাড়ি দিবার পাং না, এমরাগুলা শাড়িট্যা দিয়া ভালোই করল। দশ টেকাত শাড়ি খেন পায়া খুব উপকার হইল। শাড়ি কোনা বেটিক দিবের পামো।
রমজান উপলক্ষে বাজারে যখন জিনিসপত্রের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে মানুষ। বাড়ির লোকজনকে কী ঈদ উপহার দেবেন; এই নিয়ে দুশ্চিন্তা করছেন! তখন স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানটির উদ্যোগ কিছু মানুষের মুখে হাসি ফুঁটিয়েছে।
ফাইট আনটিল লাইট (ফুল)’র নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, ঈদে নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে আমরা ৩ হাজার মানুষকে শাড়ি, লুঙ্গি ও ব্লাউজ বিতরণ করার পরিকল্পনা নিয়েছি। কুড়িগ্রাম পৌরসভার দেড়শজন মানুষকে বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হলো।
তিনি বলেন, ঈদের আগেই বাকিদেরকে বিতরণ করা হবে। আমরা এলাকায় এলাকায় গিয়ে জরিপ করে নিম্ন আয়ের মানুষের তালিকা করে টোকেনের মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। এর আগে আমরা রমজানে ১০ হাজার মানুষকে ২ টাকায় ব্যাগ ভর্তি বাজার দিয়েছে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সিনিয়র সাংবাদিক সফি খান জানান, প্রতিবন্ধী, বয়স্ক নারী ও পুরুষকে দশ টাকার শাড়ি-লুঙ্গির হাটে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেটি স্বার্থকতা পেয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরে উপপরিচালক আলী আর রেজা জানান, এটি একটি চমৎকার উদ্যোগ। মাত্র দশ টাকায় শাড়ি-লুঙ্গি পাওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবেননি। তারা খুশি। এভাবে আরও অনেক সংগঠন ও বৃত্তবানরা দরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবে এ প্রত্যাশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আর রেজা, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক সফি খান, পৌর কাউন্সিলর রোস্তম আলী তোতা, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ফুল প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আব্দুল কাদের প্রমুখ।
মন্তব্য করুন