ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:১১ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

রঙিন মাছ চাষে স্কুলছাত্রের সফলতা

ইয়াসিন আরাফাতের রঙিন মাছ চাষ। ছবি : কালবেলা
ইয়াসিন আরাফাতের রঙিন মাছ চাষ। ছবি : কালবেলা

ময়মনসিংহের ত্রিশালে স্কুলপড়ুয়া ছাত্র ইয়াসিন আরাফাতের শখের রঙিন মাছ এখন বাণিজ্যিকভাবে সফলতা পেয়েছে। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ অফিস-আদালতে এ্যাকুউরিয়ামে যারা মাছ চাষ করেন তারা আরাফাতের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছেন। নিজ বাড়িতে চৌবাচ্চা (হাউজ) বানিয়ে এ মাছ চাষ করছেন তিনি।

উপজেলার ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর ইউনিভার্সিটি মোড়ে এলাকার বেসরকারি চাকরিজীবী জামাল উদ্দিনের মেঝো ছেলে ইয়াসিন আরাফাত। তিনি এ বছর ত্রিশাল সরকারি নজরুল একাডেমি থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

গত চার বছর আগে বাড়ির আঙিনায় ছোট দুটি হাউস করে শখের বসে রঙিন মাছ পরীক্ষামূলক চাষ করেন। এতে সফল হন তিনি। পরে পিতা জামাল উদ্দিনের সহযোগিতায় মাসে প্রায় ২০ হাজার টাকা মাছ বিক্রি করছেন। এখন তার হাউসে সাত লক্ষাধিক টাকার মাছ রয়েছে। লেখাপড়ার পাশাপাশি আরাফাত এখন রঙিন মাছে রঙিন স্বপ্ন দেখছেন।

তিনি কালবেলাকে বলেন, প্রথম দিকে বাড়ির আঙিনায় ছোট দুটি হাউস করে শখের বসে এ মাছ চাষ শুরু করি। সেখানে মাছ বড় হতে থাকে। কয়েক মাস পর কিছু মাছ বিক্রিও হয়। এরপর বাবা ও বড় ভাইয়ের সহযোগিতায় লেখাপড়ার পাশাপাশি আরও কয়েকটি হাউস নিয়ে বিদেশি জাতের রঙিন মাছ চাষ শুরু করি। মাছগুলো আকারে ছোট হলেও বেশ সতেজ ও বাহারি নানা রঙের। হাউসে ৬ থেকে ৭ প্রজাতির মাছ রয়েছে। মাছগুলো অনেকে অর্নামেন্ট ফিসও বলে থাকেন।

আরাফাত আরও জানান, আমার বাবা বেসরকারি চাকরিজীবী। তিনি তেমন এটা সময় পান না। মোবাইল ফোনের মাধ্যমে বাবা মৎস্য কর্মকর্তার কাছ থেকে সহযোগিতা নিয়ে থাকেন আর আমাকে সে অনুযায়ী দিকনির্দেশনা দিয়ে থাকেন। এখন আমার হাউসে আছে গাপ্পি মলি, গোল্ডফিস, কমেন্ট, রেডটিকা, কইকাপ এবং প্লাটি জাতের মাছ। এ মাছগুলো আমরা ঢাকা কাঁটাবনে বিক্রি করে থাকি।

ইয়াসিন আরাফাতের বাবা জামাল উদ্দিন জানান, ছোট থেকেই আরাফাতের রঙিন মাছের নেশা। আমিও চেয়েছিলাম আরাফাত লেখাপড়ার পাশাপাশি বাড়িতে থেকে কিছু একটা নিয়ে মেতে থাকুক। কারণ বর্তমান ছেলেমেয়েদের যে পরিস্থিতি! মোবাইলে বাজে আড্ডা থেকে আটকানোর জন্য তাকে বাড়ির আঙিনায় মাছ চাষের হাউস করে দেওয়া হয়। যাতে করে সে লেখাপড়া ও মাছ চাষ নিয়ে ব্যস্ত থাকতে পারে। এটা দিয়ে টাকা ইনকাম হবে এটা আমার কোনো মুখ্য উদ্দেশ্য ছিল না। আমি চেয়েছিলাম ছেলে এসব নিয়ে ব্যস্ত থাকুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বিভিন্ন সুবিধাসহ চাকরি দিচ্ছে হোন্ডা

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে উদ্বেগ ৬ দেশের

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোপুত্র গুয়েরা

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল

নিজের সাফল্য দেখে যেতে পারল না শিশু আয়েশা

এবার আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

১০

ঘুরতে গিয়ে প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা স্বামী, অতঃপর...

১১

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১২

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

১৩

জাবিতে ২০ বোতল মদসহ শিক্ষার্থী আটক

১৪

তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

১৫

১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

১৬

ঢাবির ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই অকৃতকার্য

১৭

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

১৮

সবচেয়ে বেশি ও কম ভোটার কোন কোন আসনে

১৯

ভেনেজুয়েলা পরিচালনা নিয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আলাপ

২০
X