আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘মাঠ ছেড়ে পালাতে নয়, নির্বাচন করতেই এসেছি’

বক্তব্য দেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী নুরুল আবছার। ছবি : কালবেলা
বক্তব্য দেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী নুরুল আবছার। ছবি : কালবেলা

মাঠ ছেড়ে পালাতে নয়, নির্বাচন করতেই তো আমরা এসেছি। সরকারের সদিচ্ছা, আগ্রহ ও সহমর্মিতা থাকলে শেষ পর্যন্ত নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করব। কিন্তু আমাদের এই নির্বাচনে অংশগ্রহণটাকে সুনিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ সৃষ্টি করে দিতে হবে বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাচনের প্রার্থী নুরুল আবছার।

শনিবার (৬ এপ্রিল) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী প্রার্থী হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় নুরুল আবছার বলেন, আমি এরই মধ্যে আমার উপজেলার অলিতে গলিতে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং সকল স্তরের মানুষের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছি। আশা করি, আসন্ন উপজেলা নির্বাচন যদি একটি গ্রহণযোগ্য পর্যায়ে সরকার নিতে চায়, তাহলে অবশ্যই তাকে সুন্দর একটি নির্বাচনী পরিবেশ আগে তৈরি করে দিতে হবে।

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও মামলা হামলা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সঙ্গে নির্বাচন করতে এসে যদি আমাদের কোনো কর্মী বা সমর্থক কোনো ধরনের সহিংসতা বা হামলা মামলার শিকার হন তাহলে অবশ্যই আমরা তার পাশে থেকে সহযোগিতা নিশ্চিত করব।

তিনি আরও বলেন, যদি ভোটার উপস্থিতি সুনিশ্চিত করতে হয় এবং একটি গ্রহণযোগ্য উৎসবমুখর নির্বাচন করতে হয়, তাহলে সরকারের উচিত হবে সকলের জন্য একটা নির্বাচনী পরিবেশ করে দেওয়া। এক কথায় লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে কোনো অবস্থাই ভোটারদের কেন্দ্রমুখী করা সম্ভব নয়।

রাজনৈতিক মামলা ও সরকারদলীয় নেতাকর্মী কর্তৃক হামলা সম্পর্কে তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য একটি নির্বাচন হিসেবে তখনই রূপ লাভ করবে যখন কোনো ব্যক্তির নামে মিথ্যা বা হয়রানিমূলক কোনো মামলা দেওয়া হবে না। কাউকে অযৌক্তিক কারণে গ্রেপ্তার করে হয়রানি করা যাবে না। সরকারদলীয় নেতাকর্মীরা সরকারের প্রভাব বিস্তার করে অপরাপর প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর যেন কোনো ধরনের হামলা বা ভয়ভীতি প্রদর্শন না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ প্রত্যাশা করেন তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক শাহজাহান, আব্দুল হাই, আনিসুর রহমান, আবুবক্কর, ইয়াসির আরাফাত, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দিন, সাংবাদিক বাহবুবুল হাসনাইন বাবুল, আরিফুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে আফ্রিদির জামিন চাইলেন আইনজীবী

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

চট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরির আউটলেট উদ্বোধন 

৩৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী

কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

১০

জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে রোহিঙ্গা নারী-পুরুষ আটক

১১

কাজলকে জুম করে অস্বস্তিকরভাবে ক্যামেরাবন্দি, ক্ষোভ মিনি মাথুরের

১২

মানবদেহে বিশ্বের প্রথম মাংসখেকো মাছি শনাক্ত

১৩

টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফরের স্ত্রীর কারাদণ্ড

১৪

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১২

১৫

সারা দেশে একযোগে ৫৩ বিচারককে বদলি

১৬

‘রুমিন ফারহানাসহ সব নারীর প্রতি স্লাট-শেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান’

১৭

ফল প্রকাশের দাবিতে রাবির আরবি বিভাগে শিক্ষার্থীদের তালা

১৮

খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা : বুলু

১৯

সমুদ্রে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা

২০
X