নওগাঁর পোরশায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩তম জন্মতিথিতে মহবারুনীর স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার নোচনাহার মহাশ্মশান গোবিন্দ মন্দির কমিটি তিন দিনব্যাপী মেলার আয়োজন করে। প্রতিবছরের ন্যায় নোচনাহার মহাশ্মশান গোবিন্দ মন্দির চত্বরের বেশকিছু এলাকাজুড়ে বসেছে মেলা। এটা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে পরিচিত। এই উৎসবে কয়েক লাখ লোকের সমাগম ঘটে।
সোমবার (৮ এপ্রিল) শেষ হবে এর আনুষ্ঠানিকতা। এর আগে শনিবার (৬ এপ্রিল) সকাল ৭টা ২১ মিনিট থেকে মহাশ্মশান গোবিন্দ মন্দির চত্বরে অনুষ্ঠান শুরু হয়। পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা পুণ্যার্থীরা অংশ নিয়েছেন এই স্নান উৎসবে। এটি মতুয়া সম্প্রদায় ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উৎসব।
এই স্নান উৎসবে যোগ দিতে ভক্তরা জাতীয় পতাকা, শান্তির প্রতীক লাল-সাদা কাপড়ের নিশান উড়িয়ে ঢাকঢোল আর কাঁসরের বাজনার তালে হরিবল উচ্চারণে পুরো এলাকা মাতিয়ে তোলে। এ ছাড়া নোচনাহার মহাশ্মশান গোবিন্দ মন্দিরে পূজা-অর্চনা শেষে ঠাকুরবাড়িতে অবস্থিত কামনা সাগর ও বাসনা সাগরে (মূলত পুকুর) স্নান করে ঠাকুরের কাছে পাপ থেকে মুক্তি, পুণ্য লাভ এবং দেশবাসীর মঙ্গল প্রার্থনা করেন।
মন্তব্য করুন