ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই খুশির দিনে নারী-পুরুষ শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষ ভিড় করেছেন সিরাজগঞ্জের তাড়াশ শিশু পার্কে। কর্মব্যস্ত জীবনের ফাঁকে পরিবারের সঙ্গে আনন্দে মেতেছেন সবাই।
এর আগে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে তাড়াশ পৌর শিশু পার্কে বাঙালির প্রাণের উৎসব সাতদিনব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা।
তাড়াশ পৌর পার্ক ঘুরে দেখা যায়, বন্ধু-বান্ধবের সঙ্গে ছবি তোলা, প্রিয়জনের সঙ্গে বেড়ানো, বিভিন্ন ধরনের খাবার, নাগরদোলা, ট্রেন, ঘোড়া ও মোটারসাইকেল নিয়ে যেন মেতে উঠেছেন বিভিন্ন বয়সীরা।
সকাল থেকেই সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রোদ-তাপ উপেক্ষা করেই বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে ভিড় জমান।
বিনোদনের মাধ্যমে শিশুদের শিক্ষাজীবন গড়ে তোলার প্রাধান্য দিয়ে এ পৌর শিশু পার্কটি নির্মাণ করা হয়। এখানে ঈদ আনন্দ উপভোগ করতে শিশুদের নিয়ে বেড়াতে আসেন সব বয়সের মানুষ। অন্যান্য সময় পার্কে তুলনামূলক দর্শনার্থী থাকেই না বললে চলে। তবে ঈদের দিন দর্শনার্থীদের পদচারণায় শিশু পার্কে ফিরে পেয়েছে নতুন রূপ।
মন্তব্য করুন