বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ১১:২৭ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দিনদুপুরে তরুণীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তরুণ-তরুণী। ছবি : কালবেলা
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তরুণ-তরুণী। ছবি : কালবেলা

ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফলের কালাইয়া শৌলা সড়কে।

ওই ভিডিওতে দেখা গেছে, সাদা পায়জামা ও কালো পাঞ্জাবি পরিহিত ২৬-২৭ বছরের এক তরণ ও কালো সালোয়ার কামিজ পরা এক তরুণী হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তরুণের পেছনের দিকে কালো পাঞ্জাবির অর্ধেক ছেঁড়া।

হেঁটে যাওয়ার একপর্যায়ে ওই তরুণ একটি নির্মাণাধীন ভবনের সামনে তরুণীকে কিলঘুষি মারছেন। চুল ধরে টানাটানি করছেন। ওই তরুণ সামনের দিকে হাঁটতে থাকলে তরুণী পেছন থেকে যুবকের হাত ধরেন। পরে খানিকটা দুজনে হেঁটে সামনে এগিয়ে গেলে তরুণীকে আবারও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন ওই তরুণ।

তরুণী ওঠে পুনরায় ওই তরুণের হাত ধরেন এবং সামনে হাঁটতে থাকেন। একপর্যায়ে স্থানীয় জামাল স্যারের বাসার সামনে ওই তরুণীকে চুলের মুঠি ধরে মারতে থাকেন ওই তরুণ এবং ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেন। এভাবে দফায় দফায় তরুণীকে মারধর করা হয়। ওই সময় রাস্তা দিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করলেও তরুণ-তরুণীকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ৪৬ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ভিডিওর নিচে নানা ধরনের মন্তব্য করেন।

শুক্রবার (১২ এপ্রিল) সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধান করে জানা গেছে, নির্যাতিত তরুণীর নাম মিম। তার বাবার নাম মো. মিলন। স্থানীয় কালাইয়া লঞ্চঘাট এলাকায় তাদের বসবাস। গত এক বছর আগে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কামরুল নামের এক তরুণের সঙ্গে মিমের বিয়ে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্যাতিত ওই তরুণীর এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, ঈদের দিন ওই তরুণ তার শ্বশুরের বাসায় আসেন। এরপর স্ত্রীর সঙ্গে মান অভিমান করে বাসা থেকে বের হয়ে যান। স্ত্রীও তার পিছু নেন। একপর্যায়ে রাস্তায় বসে তাদের মাঝে মারামারি, হাতাহাতি ও টানাটানির ঘটনা ঘটে।

জাফর নামে এক পথচারী বলেন, তরুণটি দ্রুত হেঁটে যাচ্ছেন আর তরুণীটি তার পেছন দিক থেকে কালো পাঞ্জাবি ধরে তাকে থামানোর চেষ্টা করতেই জামাটির পেছনের অংশ ছিঁড়ে যায়। তখন ওই তরুণ ক্ষুব্ধ হয়ে তরুণীটিকে কিলঘুষি মারতে থাকেন। এভাবে তাকে কয়েক দফা মারধর করা হয়। এ বিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, ভিডিওটি তিনি দেখেছেন। তবে নির্যাতিত তরুণীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

‘হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিল সিয়াম’

জবি শিক্ষক সমিতির নেতৃত্বে রইছ-ইমরানুল

এক বছরে চট্টগ্রাম নগরীতে সড়কে প্রাণহানি ১৩৭

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

আগামীকাল সন্ধ্যা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে ভিজিটর প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

মধুর ক্যান্টিনে ভাঙচুর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে চট্টগ্রামে বিএনপির ‘গণ যাত্রা’

ইউসেপ বাংলাদেশের আয়োজনে জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত

১০

বড়দিন উপলক্ষে মেহজাবীনের সম্প্রতি বার্তা

১১

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

১২

আ.লীগের বিষয়ে ড. ইউনূসকে যা বললেন মার্কিন ৫ কংগ্রেসম্যান

১৩

ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট হলেন সৈয়দ নাসের বখতিয়ার

১৪

দেশে ফেরার জন্য কেন ২৫ ডিসেম্বর বেছে নিলেন তারেক রহমান, জানালেন মাহদি আমিন

১৫

অবসরপ্রাপ্তরা ৩ বছর আগে নির্বাচন করতে পারবেন না: হাইকোর্ট

১৬

চার দিনব্যাপী রিহ্যাব মেলা ২০২৫, আশিয়ান সিটির স্টল নং-৮

১৭

মগবাজার ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ, নিহত ১

১৮

এনটিএমসি বিলুপ্ত ও ইন্টারনেট বন্ধের সুযোগ নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ

১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ

২০
X