পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। আজ রোববার বিকেলে ঝাউবন এলাকায় ছয় ফুট লম্বা এই ডলফিনটি ভেসে আসে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জনি আলমগীর জানান, আজ বিকেলে সৈকতে যাওয়ার পথে ডলফিনটিকে পড়ে থাকতে দেখেন। এটি বিকেলের জোয়ারে ভেসে এসেছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগকে অবগত করে আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে।
মন্তব্য করুন