বিস্ফোরক আইনে পুলিশের দায়ের করা একটি মামলায় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ বিএনপির তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৬ জুলাই) দুপুরে আসামিরা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেহেরপুর শহরের খাঁ পাড়ার মৃত শান্ত খাঁ’র ছেলে বিএনপি নেতা আলিফ ও বোসপাড়ার মৃত জামশেদ আলীর ছেলে রাজন।
বিস্ফোরক মামলার এই তিন আসামি এতদিন হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী।
মন্তব্য করুন