ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তায় বেড়া দিয়ে প্রবাসীর বাড়ির লোকজনকে জিম্মি

রাস্তায় বেড়া দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রতিবেশী। ছবি : কালবেলা
রাস্তায় বেড়া দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রতিবেশী। ছবি : কালবেলা

ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধে বাড়ির রাস্তায় বেড়া দিয়ে ওমান প্রবাসী এক ব্যক্তির বাড়ির পাঁচ পরিবারকে জিম্মি করে রেখেছে তারই প্রতিবেশীরা। এতে মানবেতর জীবনযাপন করছেন ওই পরিবারগুলো।

ঘটনাটি উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী খারহর গ্রামের।

সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওমান প্রবাসী ফরহাদ হোসেনের বাবা, স্ত্রী-সন্তান, ভাই ও চাচাদের মোট ৫টি পরিবারের লোকজনের চলাচলের রাস্তা বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছে। প্রতিবেশী আব্দুল মালেক, স্বজল, শান্তরা জোরজবরদস্তি করে বিভিন্ন অজুহাতে তাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় টিন দিয়ে, বেড়া দিয়ে ও কাঁটা বিছিয়ে রেখে তাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবারগুলো এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

ভোক্তভুগী পল্লী চিকিৎসক আব্দুল হাই বলেন, চলাচলের রাস্তা বন্ধ করায় আমরা ৫টি পরিবার মানবেতর জীবনযাপন করছি। বছর দুয়েক আগে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহায়তায় উভয়পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাস্তা খুলে দেওয়া হয়। কিন্তু সম্প্রতি সে রাস্তায় আব্দুল মালেক, স্বজল, শান্ত আবারও টিনের বেড়া ও কাঁটা বিছিয়ে রাস্তা বন্ধ করে দেয়। আমরা প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।

ওমান প্রবাসী ফরহাদ হোসেন মোবাইল ফোনে বলেন, আমি একজন প্রবাসী। পরিবার-পরিজনের কষ্ট দূর করার জন্যই প্রবাসে আছি। যাদের কষ্ট দূর করতে আমার এই প্রবাসে থাকা। অথচ দেশে তারাই ভালো নেই। প্রতিনিয়ত শুনতে হয় তাদের দুঃখ-দুর্দশার কথা। এসব শুনে কী ভালো লাগে? আমার পরিবারের লোকজন বেশ কিছুদিন ধরে এক প্রকার বন্দি জীবন কাটাচ্ছে। প্রভাবশালী প্রতিবেশীরা তাদের চলাচলের সব পথ বন্ধ করে দিয়েছে। আমার মা মারা যাওয়ার পর মায়ের মরদেহটা পর্যন্ত বের করার সুযোগ দেয়নি তারা। অনেক কষ্ট করে ঝোপঝাড় পাড়ি দিয়ে মাকে কবরস্থ করা হয়েছে। এসব শুনতে হয়েছে প্রবাসে থেকেই। আমি আমার অসহায় পরিবারকে একপ্রকার জিম্মি দশা থেকে মুক্তি পেতে সরকারের সহযোগিতা কামনা করছি।

স্থানীয় প্রতিবেশী মজিবুর রহমান বলেন, রুহুল আমিনের পৈতৃক সম্পত্তিতে মালেকের পরিবার অবৈধভাবে বেরিকেট সৃষ্টি করে রাস্তা বন্ধ করে রেখেছে। এটা নিয়ে অনেক দেন দরবার হলেও তারা কারও কথা শুনছে না।

তবে এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে গেলে তারা প্রতিবেদক আসার খবরে অন্যত্র চলে যায়।

স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন বলেন, আমি মীমাংসার জন্য অনেক চেষ্টা করেছি। তারা আমার কথা শোনে না। আমি কি এ বিষয় নিয়ে মারামারি করব?

ত্রিশাল উপজেলার উপজেলা কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ বিষয়টি আমি মাত্রই শুনলাম। মানুষের চলাচলের পথ বন্ধ করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে অভিযোগ পেলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়বড়ে সেতু, ঝুঁকিপূর্ণ চলাচল

দেশে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে : প্রধানমন্ত্রী

আসছে অর্ণববের নতুন অ্যালবাম

জনের সঙ্গে বিপাশার প্রেম নিয়ে মুখ খুললেন ডিনো (ভিডিও)

দেড় মাস ধরে নষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল এক্সরে মেশিন

টঙ্গী যাবে মেট্রোরেল

ভাবিকে হত্যায় দেবরের ফাঁসি

সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস, ৪ জেলায় সতর্ক সংকেত

জাতিসংঘে উঠছে ফিলিস্তিনের সদস্যপদের আবেদন, আসতে পারে সুখবর

আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী

১০

৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১১

দ্রাবিড়ের বদলে ভারতীয় দলে বিদেশী কোচ!

১২

আত্মনির্ভরশীল হতে চায় দৃষ্টি প্রতিবন্ধী লিজা

১৩

মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

১৪

বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ বিশ্বের কোথাও নেই : স্বাস্থ্যমন্ত্রী

১৫

প্রেমিক যুগলকে বেধড়ক পেটালেন ইউপি চেয়ারম্যান, অতঃপর...

১৬

উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

১৭

রাজবাড়ীতে বিএনপি কর্মীকে পিটিয়ে জখম

১৮

বিজয়ী প্রার্থীর সমর্থককে বেধড়ক পিটুনি

১৯

মহাস্থানগড়ে বসেছে সাধু-সন্ন্যাসী ও পুণ্যার্থীদের মিলনমেলা

২০
X