শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

কলারোয়া পালপাড়া গণহত্যা দিবস আজ

একাত্তরের গণহত্যায় কলারোয়ার পালপাড়ায় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ। ছবি : কালবেলা
একাত্তরের গণহত্যায় কলারোয়ার পালপাড়ায় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ। ছবি : কালবেলা

সাতক্ষীরার কলারোয়া পালপাড়া গণহত্যা দিবস (২৮ এপ্রিল) রোববার। একাত্তরের বেদনাবহ এই দিনে কলারোয়ার মানুষের স্মৃতিপটে নতুন করে ভেসে ওঠে পাকবাহিনীর ভয়াল, বীভৎস ও নির্মম এক হত্যাযজ্ঞের কথা। স্বাধীনতা অর্জনের ৫৩তম বছরে এসেও মুক্তিকামী মানুষ ভুলতে পারেন না কলারোয়ার উত্তর মুরারিকাটি কুমারপাড়ার সেই ভয়াল হত্যাযজ্ঞের কথা।

কলারোয়ার মুক্তিযুদ্ধের ইতিহাসে পালপাড়ার কুমার সম্প্রদায়ের শহীদ ৯ মুক্তিকামী কুম্ভকারের আত্মত্যাগের কথা চিরদিন অম্লান থাকবে। বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে কুমার পাড়ার স্বজনহারা মানুষ এ দিনটি শোকাবহচিত্তে স্মরণ করেন।

সূত্রমতে, একাত্তরের ২৮ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন পাক-হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের শিকার হন কলারোয়ার পালপাড়ার ৯ জন মুক্তিকামী কুম্ভকার। প্রকাশ্যে ঘটা এই নারকীয় হত্যাকাণ্ড সেদিন অনেক মানুষ প্রত্যক্ষ করেন। যাদের অনেকেই ওই বীভৎস স্মৃতি নিয়ে আজও বেঁচে আছেন। ঘটনাস্থল পৌরসদরে বেত্রবতী নদীর পূর্ব পার্শ্বে অবস্থিত উত্তর মুরারিকাটি কুমারপাড়া বা পালপাড়া। বর্বরতার এক নৃশংস ও ভয়াল দৃশ্যপট রচিত হয় সেখানে। মানুষ যে মানুষকে এত নিষ্ঠুরভাবে মেরে ফেলতে পারে, তা পালপাড়ার গণহত্যা যারা দেখেননি বা জানেন না, তারা বুঝতে পারবেন না। একাত্তরের মুক্তিযুদ্ধ তখন রীতিমতো উত্তাল। জীবনবাজি রেখে বাংলার দামাল ছেলেরা তখন লড়ছে রণাঙ্গনে। মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং কুমার সম্প্রদায়ের প্রায় সবাই তখন সীমান্ত পেরিয়ে আশ্রয় নিচ্ছিলেন ভারতে। কুমারপাড়াতেও চলছিল ভারতে যাওয়ার তোড়জোড়। সিদ্ধান্ত ছিল দু’এক দিনের মধ্যেই তারাও এদেশ ছেড়ে পাড়ি জমাবেন ভারতে। কিন্তু কীভাবে যেন এদের এই পরিকল্পনার কথা জেনে যায় হানাদার বাহিনীর দোসররা। তাই তারা সুযোগ পাননি দেশ ছাড়ার। এলো সেই ভয়াল দিন একাত্তরের ২৮ এপ্রিল, বাংলা-১৬ বৈশাখ, শুক্রবার, ১৩৭৮ বঙ্গাব্দ। দুপুর আড়াইটার দিকে হানাদার পাক সেনা ও তাদের এদেশীয় দোসররা সশস্ত্র পৈশাচিক হামলা চালায় উত্তর মুরারিকাটি গ্রামের কুমারপাড়ার নিরীহ নিরস্ত্র মানুষের ওপর। জানা যায়, এ সময় পালপাড়ার অনেকে দুপুরের খাওয়া শেষ করেছেন। অনেকেই আবার খাদ্য নিয়ে বসেছেন খেতে। ঠিক এই সময় তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। গুলিতে ও বেয়নেটের আঘাতে জর্জরিত প্রাণহীন দেহগুলো লুটিয়ে পড়ে মাটিতে। পড়ে থাকে দুপুরের সেই রক্তমাখা খাবারগুলো। বৈশাখের তপ্তমাটি সিক্ত হয় দেশপ্রেমীদের তাজা রক্তে। এই পৈশাচিক ঘটনার ভয়াল স্মৃতি এ জনপদের মানুষ কখনো ভুলবেন না। ভুলতে পারেন না।

পাকবাহিনীর নির্মম-নারকীয় গণহত্যার শিকার হন, বৈদ্যনাথ পাল (৪৫), নিতাই পাল (৪০), গোপাল পাল (৪২), সতীশ পাল (৪৫), রাম চন্দ্র পাল (৪০), বিমল পাল (৪২), রঞ্জন পাল (৪০), অনিল পাল (৪৫) ও রামপদ পাল (৪২)। শিবু পাল মারাত্মকভাবে বেয়নেটবিদ্ধ হয়েও জীবিত ছিলেন। আহত ত্রৈলক্ষ পালকে ভর্তি করা হয় ভারতের সাঁড়াপুল হাসপাতালে। তার সাথে স্বজনদের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক প্রয়াত শেখ আমানুল্লাহ। অপর আহত শিবু পাল চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন ভারতের বনগাঁ সদর হাসপাতালে।

উল্লেখ্য, একই দিনে সকালের দিকে কলারোয়ার মাহমুদপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আফছার আলী (৪৮) হানাদার বাহিনীর হাতে প্রথম শহিদ হন। কুমারপাড়ার শহীদদের সমাধিস্থল সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ। এর পাশেই রয়েছে ‘রাধা-গোবিন্দ’ মন্দির। প্রতি বছর এদিন উপলক্ষে শহীদদের সন্তান, স্বজন ও সতীর্থরা বিদেহী আত্মার মঙ্গল কামনা করে এখানে পালন করেন বিভিন্ন মঙ্গলাচার ও নামসংকীর্তন অনুষ্ঠান।

উদযাপন কমিটির সভাপতি গোষ্ঠ চন্দ্র পাল ও হরেন্দ্রনাথ পাল জানান, শোকাবহ এ দিবস উপলক্ষে উত্তর মুরারিকাটি পালপাড়া শহীদ স্মৃতি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ভক্তরা সম্মিলিতভাবে ৪ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

এর মধ্যে রয়েছে, রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ সমাধিস্থলে মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্বালন, সন্ধ্যা সাড়ে ৭টায় শুভ অধিবাস আরম্ভ ও রাত ৮টায় ভগবত আলোচনা। ২৯ ও ৩০ এপ্রিল, সোম ও মঙ্গলবার ১৬ প্রহরব্যাপী অখণ্ড মহানাম সংকীর্তন। সবশেষে ১ মে, বুধবার ভোগ মহোৎসব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিইএফএফইউইউজেড কনসোর্টিয়াম চালু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

৩২ পূজামণ্ডপে অনুদান দিলেন ফখরুল ইসলাম

রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার 

বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

ছিনতাইকারীর হাতে অপর ছিনতাইকারী গুলিবিদ্ধ

আবারও দেখা মিলবে ভারত-পাকিস্তান ম্যাচ, জেনে নিন কবে কখন

বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডে ফ্রি মেডিকেল ক্যাম্প

পেট ভালো থাকলে মনও ভালো – জানুন কেন এবং কীভাবে

এবারের পূজায় ডি এল রায়ের গানে সংগীতশিল্পী সঞ্চিতা

১০

বিএসএস ও ইউএনওপিএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

ইইউর কতজন পর্যবেক্ষক আসবেন জানালেন ইসি সচিব

১২

সারা দেশে কিছু প্রতিমায় অসুরকে বিকৃতভাবে উপস্থাপনে পূজা উদযাপন পরিষদের উদ্বেগ 

১৩

নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি দিচ্ছেন বিজয়

১৪

সরকারি হাসপাতালে চিকিৎসক কেতাবে আছে, সেবায় নেই

১৫

মাশরাফি না কি সাকিব, কে সেরা? জানালেন পাক কিংবদন্তি ওয়াসিম আকরাম

১৬

দুর্গোৎসবে আনন্দের মাত্রা বাড়াতে অরূপরতনের গান ‘দেবী দুর্গাবন্দনা’

১৭

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৮

রাজশাহীতে বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার 

১৯

এশিয়া কাপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ

২০
X