মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তাপপ্রবাহ আর লোডশেডিংয়ে বিপর্যস্ত কৃষককুল, বোরো নিয়ে শঙ্কা

তীব্র গরমে ধানে চিটা হচ্ছে। ছবি : কালবেলা
তীব্র গরমে ধানে চিটা হচ্ছে। ছবি : কালবেলা

চৈত্র শেষে বৈশাখ। দেশে পক্ষকালব্যাপী বইছে তীব্র তাপপ্রবাহ। মিলছে না বৃষ্টির দেখা। তীব্র তাপ আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। সেই সঙ্গে পুড়ছে কৃষকের কপাল। চারদিকে সবুজ বোরো ধানের সবুজ পাতার উছলে পড়া ঢেউ যখন কৃষকের মনে আনে স্বস্তির সুখ ঠিক তখনই তীব্র দাবদাহে বোরো ক্ষেত শুকিয়ে যাচ্ছে।

আর প্রকৃতিগত এ সমস্যায় সারা দেশের মতো জামালপুরের মেলান্দহ উপজেলার বোরো চাষিদের কপালেও চিন্তার ভাঁজ। মাঠের পর মাঠজুড়ে সেচযন্ত্র থাকলেও বিদ্যুৎতের দেখা মেলা ভার। লোডশেডিংয়ে নাকাল কৃষককুল। দিনে ৩-৪ ঘণ্টা বিদ্যুৎ মিললে কষ্ট করে সেচ দেওয়া হলেও পানি জমিতে বেশিক্ষণ থাকছে না। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ থাকে ৩-৪ ঘণ্টার মতো। এতে করে সেচ পাম্পগুলো ঠিকমতো চালাতে পারছেন না কৃষকরা। বিদ্যুতের ঘন ঘন যাওয়া-আসা এবং ভোল্টেজ কম থাকায় মোটর পুড়ে যাচ্ছে।

অন্যদিকে, পানির অভাবে জমি ফেটে যাচ্ছে। ধানের থোড় বের হওয়ার পর কিছু কিছু জমির থোড় শুকিয়ে যাচ্ছে। বিদ্যুৎ অবস্থার পরিবর্তন না হলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা কৃষকদের।

উপজেলার ফুলকোচা গ্রামের কৃষক সুজন মিয়া বলেন, বোরোর আবাদ কইরা আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি। মাঠে যে থুর ধানগুলা বাইর হইতাছে, ঠিকমতো সেচ দিবার পাইতেছি না। এই ধানগুলা চিটা হইব।

কমলাবাড়ী গ্রামের কৃষক জাবেদ আলী বলেন, কি আর কমু, গলা জড়াইয়া আহে, আবাদ তো নষ্ট হইয়া গেল। তাপের চোটে ক্ষেতে পানি থাহে না। মোটর দিয়ে পানি দিমু কারেন্টও থাহে না। আহে আর যায়। মোটর ইস্টার্ট দেই ক্ষেতে পানি যাওয়ার আগেই কারেন্ট যাই গা। এহন আমাদের মরণ ছাড়া কোনো উপায় আছে? কন! পানি দিবার না পাইলে তো সব শেষ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ২৫০ হেক্টর কিন্তু চাষ হয়েছে ২০ হাজার ১৫০ হেক্টর জমিতে। হিসাবমতে, ১০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ কম হলেও ফলন দিয়ে লক্ষ্যমাত্রা পুষিয়ে নেওয়ার সম্ভাবনা ছিল বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল কালবেলাকে বলেন, প্রকৃতিগত সৃষ্ট এ সংকট আর লোডশেডিং সমস্যায় উপজেলা কৃষি অফিস কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। তবে উপজেলার বোরো আবাদের প্রায় ৩০ ভাগ ধান পেকে যাওয়ার কারণে এই ধানগুলোর কোনো ক্ষতি হবে না। তবে বাকি যে ধানগুলো থোড় অর্থাৎ বের হচ্ছে যদি এ রকম তাপ প্রবাহ আরও সপ্তাহ নাগাদ থাকে তাহলে গাছের গোড়ায় পানি না থাকার কারণে ধানে চিটা হতে পারে।

তিনি জানান, আর এজন্য প্রত্যেকটি এলাকায় গ্রুপভিত্তিক কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আর পল্লীবিদ্যুৎ সমিতিকেও আমরা অনুরোধ করেছি এ সংকট মোকাবিলায় রাত ১২টার পর থেকে নিরবচ্ছিন্ন টানা চার ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার, যেন কৃষক সেচ দিতে পারেন। পানির কারণে ধান গাছের পরাগায়ন যাতে ব্যাহত না হয়। আর ধান ছাড়া অন্যান্য ফসলে তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান উপজেলার এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের খেলা

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীর চুল কর্তন

০২ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বুধবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

০২ জুলাই : আজকের নামাজের সময়সূচি

টিকাটুলিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, পুলিশ সদস্য গ্রেপ্তার

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি

১০

দাম কমলো ইন্টারনেটের

১১

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

১২

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

১৩

বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

১৪

জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

১৫

শাহজালালে বোয়িং বিমানে লাগেজ ট্রলির আঘাত

১৬

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

১৭

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

১৮

‘একসঙ্গে সমুদ্রে নেমে তো গোসল করতে পারব না’

১৯

জুলাই যোদ্ধার তালিকায় এক ব্যক্তির নাম ২ জায়গায়

২০
X