ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আ.লীগ নেতার স্ট্যাটাস

উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা
উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে কটাক্ষ করে নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন এক আ.লীগ নেতা। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ। তিনি বর্তমান ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহর ছোট ভাই ও উপজেলা আ.লীগের সভাপতি লোকমান হোসেনের আপন ভাগিনা।

তিনি স্ট্যাটাসে লিখেন হাসিনার নিয়ম-নীতির বিবর্তনে, এই অঞ্চলে নেতাকর্মী-জনগণের চরিত্রে পালাক্রমে ধর্ষণ চলতেছে। তবুও আমি সতী। এই আ.লীগ নেতার এমন স্ট্যাটাসে উপজেলা আ.লীগের নেতারা চরম ক্ষোভ প্রকাশ করে শাস্তি দাবি করেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি এ বিতর্কিত স্ট্যাটাস দেন। অবশ্য সমালোচনার মুখে পরে পোস্টটি সড়িয়ে নিয়েছেন।

সূত্র জানায়, সর্দার আবুর কালাম আজাদের বড় ভাই বাকী বিল্লাহ দীর্ঘদিন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া বাকী বিল্লাহ ২০০৬ সালে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র এবং ২০০৯ ও ২০১৮ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আজাদের আপন মামা লোকমান হোসেন ২০০৯ সাল থেকে উপজেলা আ.লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। বাকী বিল্লাহর ছোট ভাই হেদায়েতুল হক রাজনীতি না করেও আ.লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীক পেয়ে উপজেলার পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জানা যায়, বড় ভাই ও মামার খুঁটির জোরে সরদার আজাদ উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদকের পদ পান দুবছর আগে। দায়িত্ব পাওয়ার পর থেকেই সরদার আজাদ বিভিন্ন সময়ে ফেসবুকে আ. লীগের নেতাদের সমালোচনা করে স্ট্যাটাস দিয়ে বিতর্কিত হয়েছেন এমন অভিযোগ রয়েছে। এ অবস্থায় বুধবার তিনি আবারও শেখ হাসিনার নেতৃত্বকে সমালোচনা ও কটাক্ষ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এর আগেও তিনি উপজেলা আ.লীগ নিয়ে তার ফেসবুকে একাধিক বিতর্কিত পোস্ট দিয়েছিলেন।

উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা এই ধরনের আপত্তিকর স্ট্যাটাসের সমালোচনা করে বলেন, সরদার আবুল কালাম আজাদ আ.লীগ নেতা হয়ে প্রভাব খাটিয়ে ভাঙ্গুড়া বাজারের অনেক রেল এবং নদীর জায়গা দখল করে ভবন নির্মাণ করে ভাড়া দিয়েছেন। আবার রেললাইনের পাশেই রেলের জমিতে পুকুরও খনন করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আছেন বলেই তিনি এমন কাজ করতে পেরেছেন। এখন তিনি শেখ হাসিনার নেতৃত্ব নিয়েই প্রশ্ন তোলেন? এমন নেতা আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই। এই নেতার কঠোর শাস্তি হওয়া উচিত।

স্ট্যাটাসের বিষয়ে কথা বলতে সরদার আজাদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি।

উপজেলা আ. লীগের সভাপতি ও সরদার আজাদের মামা লোকমান হোসেন বলেন, ফেসবুকে যেটা লিখেছে আজাদ। সেটা কোনোভাবেই সে লিখতে পারে না। এ ব্যাপারে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমাকে বিষয়টি অবগত করেছে।

পাবনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার বলেন, শেখ হাসিনাকে নিয়ে আ.লীগ নেতার এমন স্ট্যাটাস খুবই ন্যক্কারজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি পাইলটের দক্ষতায় প্রাণে বাঁচলেন ৭১ যাত্রী

সাপ্তাহিক ছুটিতে পর্যটকে মুখর কুয়াকাটা

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩১

ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রের, আহত ২ বন্ধু

ডাক্তার ও জনবল সংকটে সেবাবঞ্চিত ৬ লক্ষাধিক মানুষ

লালমনিরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

যমুনার তীরে বেওয়ারিশ জাহাজ, মালিক কে?

হেডফোনের জন্যই নিভে গেল নোমানের জীবন

উড্ডয়নের পর খুলে পড়ল বাংলাদেশ বিমানের চাকা

টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১০

মেহেরপুরে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

১১

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত

১২

ছাত্রদল নেতা সাম্যকে হত্যা একটি চক্রান্তের অংশ : এ্যানি

১৩

কমিউনিটি ব্যাংক-অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপের সঙ্গে চুক্তি স্বাক্ষর

১৪

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ

১৫

লাম্পি স্কিনে অর্ধশতাধিক গরুর মৃত্যু, আতঙ্কে খামারিরা

১৬

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক

১৭

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার দ্রুত হস্তক্ষেপ চাইলেন জবিসাস সেক্রেটারি 

১৮

‘অপারেশন সিঁদুরের’ পর সামরিক বাজেট বিপুল বাড়াচ্ছে ভারত

১৯

পেহেলগামে হামলার অজুহাতে দুই হাজারের বেশি কাশ্মীরি আটক

২০
X