ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আ.লীগ নেতার স্ট্যাটাস

উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা
উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে কটাক্ষ করে নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চরম সমালোচনার মুখে পড়েছেন এক আ.লীগ নেতা। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদ। তিনি বর্তমান ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহর ছোট ভাই ও উপজেলা আ.লীগের সভাপতি লোকমান হোসেনের আপন ভাগিনা।

তিনি স্ট্যাটাসে লিখেন হাসিনার নিয়ম-নীতির বিবর্তনে, এই অঞ্চলে নেতাকর্মী-জনগণের চরিত্রে পালাক্রমে ধর্ষণ চলতেছে। তবুও আমি সতী। এই আ.লীগ নেতার এমন স্ট্যাটাসে উপজেলা আ.লীগের নেতারা চরম ক্ষোভ প্রকাশ করে শাস্তি দাবি করেন। মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি এ বিতর্কিত স্ট্যাটাস দেন। অবশ্য সমালোচনার মুখে পরে পোস্টটি সড়িয়ে নিয়েছেন।

সূত্র জানায়, সর্দার আবুর কালাম আজাদের বড় ভাই বাকী বিল্লাহ দীর্ঘদিন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া বাকী বিল্লাহ ২০০৬ সালে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র এবং ২০০৯ ও ২০১৮ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আজাদের আপন মামা লোকমান হোসেন ২০০৯ সাল থেকে উপজেলা আ.লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। বাকী বিল্লাহর ছোট ভাই হেদায়েতুল হক রাজনীতি না করেও আ.লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীক পেয়ে উপজেলার পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জানা যায়, বড় ভাই ও মামার খুঁটির জোরে সরদার আজাদ উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদকের পদ পান দুবছর আগে। দায়িত্ব পাওয়ার পর থেকেই সরদার আজাদ বিভিন্ন সময়ে ফেসবুকে আ. লীগের নেতাদের সমালোচনা করে স্ট্যাটাস দিয়ে বিতর্কিত হয়েছেন এমন অভিযোগ রয়েছে। এ অবস্থায় বুধবার তিনি আবারও শেখ হাসিনার নেতৃত্বকে সমালোচনা ও কটাক্ষ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এর আগেও তিনি উপজেলা আ.লীগ নিয়ে তার ফেসবুকে একাধিক বিতর্কিত পোস্ট দিয়েছিলেন।

উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা এই ধরনের আপত্তিকর স্ট্যাটাসের সমালোচনা করে বলেন, সরদার আবুল কালাম আজাদ আ.লীগ নেতা হয়ে প্রভাব খাটিয়ে ভাঙ্গুড়া বাজারের অনেক রেল এবং নদীর জায়গা দখল করে ভবন নির্মাণ করে ভাড়া দিয়েছেন। আবার রেললাইনের পাশেই রেলের জমিতে পুকুরও খনন করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আছেন বলেই তিনি এমন কাজ করতে পেরেছেন। এখন তিনি শেখ হাসিনার নেতৃত্ব নিয়েই প্রশ্ন তোলেন? এমন নেতা আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই। এই নেতার কঠোর শাস্তি হওয়া উচিত।

স্ট্যাটাসের বিষয়ে কথা বলতে সরদার আজাদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি।

উপজেলা আ. লীগের সভাপতি ও সরদার আজাদের মামা লোকমান হোসেন বলেন, ফেসবুকে যেটা লিখেছে আজাদ। সেটা কোনোভাবেই সে লিখতে পারে না। এ ব্যাপারে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমাকে বিষয়টি অবগত করেছে।

পাবনা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার বলেন, শেখ হাসিনাকে নিয়ে আ.লীগ নেতার এমন স্ট্যাটাস খুবই ন্যক্কারজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

বিরোধীরা আমার মৃত মাকে গালিগালাজ করেছে : মোদি

মাসোহারা দিয়ে মুক্তিযোদ্ধাদের মুখ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা : টুকু

সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের শঙ্কা কাটবে না : মঞ্জু

স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে পারে ভারত

নীলফামারীতে শ্রমিক হত্যায় জামায়াতের বিবৃতি

টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ইনিংস : পূর্ণ মেয়াদে বিসিবি চালাতে চান বুলবুল

ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না : ফিরোজ

১০

ব্যাংক এশিয়ার পাওনা পরিশোধ এক্সিম ব্যাংকের

১১

সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

১২

৪৮ ঘণ্টার মধ্যে লুট হওয়া অস্ত্র জমার নির্দেশ চবি প্রশাসনের

১৩

চবিতে সংঘর্ষ : ১ হাজার ৯৫ জনকে আসামি করে মামলা

১৪

নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

১৫

প্রাণঘাতী বন্যাকে ‘আশীর্বাদ’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

১৬

পতিত আ.লীগ ভারত থেকে গুজব ছড়াচ্ছে : মির্জা ফখরুল

১৭

রাজধানীতে মসজিদের আগুন নিয়ন্ত্রণে

১৮

স্ত্রী-সন্তানের পর চলে গেলেন সোহেলও

১৯

দেশের রিজার্ভ আরও বাড়ল

২০
X