শিশির খাঁন, সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

চরভদ্রাসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

ফরিদপুরের চরভদ্রাসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই। ছবি : কালবেলা
ফরিদপুরের চরভদ্রাসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই। ছবি : কালবেলা

আগামী ৮ মে প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলার বিভিন্ন বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে উঠান বৈঠক করে ভোট চাচ্ছেন প্রার্থীরা।

প্রতীক বরাদ্দ শেষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস। প্রতীক বরাদ্দের পর থেকে উপজেলার বিভিন্ন সড়ক ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। বিভিন্ন হাট-বাজার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা। এ ছাড়া উপজেলার বিভিন্ন বাড়ি ও গুরত্বপূর্ণ স্থানে উঠান বৈঠক করে ভোট প্রার্থনার পাশাপাশি ভোটারদের কাছে করছেন নানা অঙ্গীকার।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবছর চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনলাইনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে মো. ফয়সাল হাসান ঋণ খেলাপির কারণে নির্বাচন করতে পারছেন না।

বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার চেয়ারম্যান পদে তার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া চেয়ারম্যান পদে উপজেলা আ. লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা আনারস প্রতীক, গাজীরটেক ইউনিয়নের বাসিন্দা টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নিজামউদ্দীন আহাম্মেদ ও হেলিকপ্টার প্রতীকে মো. ফারুক হোসেন মৃধা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে সেক সোলায়মান ও শামীম রেজা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। যাচাই বাছাই শেষে বর্তমানে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাউছার হোসেন পেয়েছেন টিউবওয়েল, মোন্নাফ মোল্লা তালা, মোশারফ হোসেন টিয়াপাখি, মো. সামসুদ্দিন মোল্লা মাইক ও জান-এ আল পেয়েছেন চশমা প্রতীক। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আকতার পেয়েছেন প্রজাপতি, রওশন আরা পারভীন ফুটবল, হামেদা বেগম বৈদ্যুতিক পাখা ও নাজমা বেগম পেয়েছেন কলস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানায়, এবছর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ১০৫ জন, এর মধ্যে পুরুষ ৩১ হাজার ৮০৬ জন ও মহিলা ভোটার ৩১ হাজার ২৯৯ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগাছায় এক মাসে ১২ ট্রান্সফরমার চুরি, ক্ষতি ১০ লাখ টাকা

নিজের সাফাই গেয়ে যা বললেন ক্যাবরেরা

ট্রাম্পের নোবেল ভাগ্য নির্ধারণ করছেন কারা?

রাজধানীতে বজ্রসহ বৃষ্টি আভাস, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

সমন্বিত ৯ ব্যাংকে ১০১৭ পদে চাকরির সুযোগ, আবেদনে লাগবে যেসব যোগ্যতা

আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

শাকিবের জন্যই ভারতীয় সিনেমা ছাড়লেন তিশা

ফিলিপাইনে ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় সুনামি শুরু

মাছ ধরতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত

স্বর্ণ ও রুপা আজ কত দামে বিক্রি হচ্ছে, জেনে নিন

১০

টুইঙ্কেল আমার সঙ্গে কাজ করতে চাইত না: অক্ষয়

১১

ফোন ভালো রাখতে কতদিন পরপর রিস্টার্ট করবেন, জেনে নিন

১২

ভাঙা সড়কে মাছ ছাড়লেন হাসনাত আব্দুল্লাহ

১৩

আজকের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৪

রক্তের শর্করা মাপবেন কখন, ঘুম থেকে উঠেই নাকি প্রাতরাশের পর?

১৫

চট্টগ্রাম বন্দরে সভা-সমাবেশে ৩০ দিনের নিষেধাজ্ঞা

১৬

নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন

১৭

এনআইডি পেয়ে সেই জসিম বললেন, ‘অবিস্মরণীয় মুহূর্ত’

১৮

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ দিলেন পরিচালক

১৯

স্বামীসহ ২ ডজন মামলার আসামি শিপরা গ্রেপ্তার

২০
X