আগামী ৮ মে প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলার বিভিন্ন বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে উঠান বৈঠক করে ভোট চাচ্ছেন প্রার্থীরা।
প্রতীক বরাদ্দ শেষে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস। প্রতীক বরাদ্দের পর থেকে উপজেলার বিভিন্ন সড়ক ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। বিভিন্ন হাট-বাজার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা। এ ছাড়া উপজেলার বিভিন্ন বাড়ি ও গুরত্বপূর্ণ স্থানে উঠান বৈঠক করে ভোট প্রার্থনার পাশাপাশি ভোটারদের কাছে করছেন নানা অঙ্গীকার।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবছর চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনলাইনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে মো. ফয়সাল হাসান ঋণ খেলাপির কারণে নির্বাচন করতে পারছেন না।
বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার চেয়ারম্যান পদে তার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া চেয়ারম্যান পদে উপজেলা আ. লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা আনারস প্রতীক, গাজীরটেক ইউনিয়নের বাসিন্দা টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নিজামউদ্দীন আহাম্মেদ ও হেলিকপ্টার প্রতীকে মো. ফারুক হোসেন মৃধা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে সেক সোলায়মান ও শামীম রেজা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। যাচাই বাছাই শেষে বর্তমানে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাউছার হোসেন পেয়েছেন টিউবওয়েল, মোন্নাফ মোল্লা তালা, মোশারফ হোসেন টিয়াপাখি, মো. সামসুদ্দিন মোল্লা মাইক ও জান-এ আল পেয়েছেন চশমা প্রতীক। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আকতার পেয়েছেন প্রজাপতি, রওশন আরা পারভীন ফুটবল, হামেদা বেগম বৈদ্যুতিক পাখা ও নাজমা বেগম পেয়েছেন কলস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
নির্বাচন অফিস সূত্রে জানায়, এবছর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ১০৫ জন, এর মধ্যে পুরুষ ৩১ হাজার ৮০৬ জন ও মহিলা ভোটার ৩১ হাজার ২৯৯ জন।
মন্তব্য করুন