হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদক কারবারে বাধা, সালিশি বৈঠকে ইউপি সদস্যকে মারধর

আহত ইউপি সদস্য তাছাব্বির হোসেন খন্দকার অনিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা
আহত ইউপি সদস্য তাছাব্বির হোসেন খন্দকার অনিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে বাধা দেওয়ায় এক যুবকের বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ইউপি সদস্য বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শনিবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়খাতা বাজারে একটি সালিশি বৈঠকে এ ঘটনাটি ঘটে। পরে রাত ১১টায় ওই ইউপি সদস্য বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযুক্ত যুবক রাকিব (২৭) উপজেলার বড়খাতা এলাকার আফজাল হোসেনের ছেলে। এ ছাড়া সে চিহ্নিত মাদক কারবারি বলে জানা গেছে। ভুক্তভোগী আহত ইউপি সদস্য তাছাব্বির হোসেন খন্দকার অনিক (৩৫) উপজেলার ফকিরপাড়া ইউপির ৪নং ওয়ার্ড সদস্য।

জানা গেছে, অভিযুক্ত রাকিব এলাকায় দীর্ঘ সময় ধরে মাদকের কারবার করে আসছে। এ নিয়ে ইউপি সদস্য অনিক বাধা দিলে তার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর একপর্যায়ে শনিবার বিকেলে ওই ইউপি সদস্য ও রাকিবের মাঝে বাগবিতণ্ডা হয়। পরে রাতে ইউপি সদস্য অনিক বড়খাতা বাজারে একটি দোকানে অপর একটি বিষয় নিয়ে সালিশি বৈঠকে বসে। এ সময় রাকিবসহ কয়েকজন সেখানে অতর্কিতভাবে হামলা চালিয়ে ইউপি সদস্যকে মারধর করে।

এ বিষয়ে ইউপি সদস্য অনিক বলেন, রাকিব মাদক কারবারির সঙ্গে জড়িত। আমি এ নিয়ে তাকে কয়েকবার বাধা দেই। তা নিয়ে সে আমার সঙ্গে প্রায় বিবাদ সৃষ্টির চেষ্টা করে। অতপর শনিবার বিকেলে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে রাতের দিকে আমি একটি সালিশি বৈঠকে বসি। সেখানেই সে এসে আমার ওপর হামলা চালায় ও মারধর করে। আমি থানায় অভিযোগ করেছি। রাকিবের বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রাকিবের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, বিষয়টি শুনেছি। এটা অত্যন্ত দুঃখজনক। আমি অনিককে এ বিষয়ে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। এ ছাড়া এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করানো হয়। এ ছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন করবেন কিনা জানালেন প্রেস সচিব

আবারও পেছাল বিপিএল

যে গ্রামে শত বছর ধরে টিকে আছে শাঁখারি শিল্প

শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ

স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে ধরা

মগবাজারে বহুতল ভবনে আগুন

ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৭৫

হৃদয়ের একার লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়

১০

সিমিউই-৬ সাবমেরিন কেবল প্রকল্পে নতুন পিডি জাকিরুল আলম 

১১

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

১২

ভোটকেন্দ্র বাতিলের দাবিতে সড়কে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা

১৩

ভূমিকম্পে জনমনের আতঙ্ক নিরসন ও মঙ্গল কামনায় প্রার্থনা সভা

১৪

সরাসরি চুক্তিতে সিলেট যোগ দিলেন তারকা পেসার

১৫

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প

১৬

৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

১৭

শীতের শুরুতেই নিওরের স্কিনকেয়ার পণ্যের উচ্চ চাহিদা

১৮

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

২০
X