হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদক কারবারে বাধা, সালিশি বৈঠকে ইউপি সদস্যকে মারধর

আহত ইউপি সদস্য তাছাব্বির হোসেন খন্দকার অনিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা
আহত ইউপি সদস্য তাছাব্বির হোসেন খন্দকার অনিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে বাধা দেওয়ায় এক যুবকের বিরুদ্ধে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ইউপি সদস্য বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শনিবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়খাতা বাজারে একটি সালিশি বৈঠকে এ ঘটনাটি ঘটে। পরে রাত ১১টায় ওই ইউপি সদস্য বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযুক্ত যুবক রাকিব (২৭) উপজেলার বড়খাতা এলাকার আফজাল হোসেনের ছেলে। এ ছাড়া সে চিহ্নিত মাদক কারবারি বলে জানা গেছে। ভুক্তভোগী আহত ইউপি সদস্য তাছাব্বির হোসেন খন্দকার অনিক (৩৫) উপজেলার ফকিরপাড়া ইউপির ৪নং ওয়ার্ড সদস্য।

জানা গেছে, অভিযুক্ত রাকিব এলাকায় দীর্ঘ সময় ধরে মাদকের কারবার করে আসছে। এ নিয়ে ইউপি সদস্য অনিক বাধা দিলে তার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর একপর্যায়ে শনিবার বিকেলে ওই ইউপি সদস্য ও রাকিবের মাঝে বাগবিতণ্ডা হয়। পরে রাতে ইউপি সদস্য অনিক বড়খাতা বাজারে একটি দোকানে অপর একটি বিষয় নিয়ে সালিশি বৈঠকে বসে। এ সময় রাকিবসহ কয়েকজন সেখানে অতর্কিতভাবে হামলা চালিয়ে ইউপি সদস্যকে মারধর করে।

এ বিষয়ে ইউপি সদস্য অনিক বলেন, রাকিব মাদক কারবারির সঙ্গে জড়িত। আমি এ নিয়ে তাকে কয়েকবার বাধা দেই। তা নিয়ে সে আমার সঙ্গে প্রায় বিবাদ সৃষ্টির চেষ্টা করে। অতপর শনিবার বিকেলে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে রাতের দিকে আমি একটি সালিশি বৈঠকে বসি। সেখানেই সে এসে আমার ওপর হামলা চালায় ও মারধর করে। আমি থানায় অভিযোগ করেছি। রাকিবের বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রাকিবের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, বিষয়টি শুনেছি। এটা অত্যন্ত দুঃখজনক। আমি অনিককে এ বিষয়ে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। এ ছাড়া এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করানো হয়। এ ছাড়া প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে আফ্রিদির জামিন চাইলেন আইনজীবী

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

১০

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

১১

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

১২

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

১৩

চট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরির আউটলেট উদ্বোধন 

১৪

৩৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

১৫

ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী

১৬

কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

১৭

জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে রোহিঙ্গা নারী-পুরুষ আটক

১৮

কাজলকে জুম করে অস্বস্তিকরভাবে ক্যামেরাবন্দি, ক্ষোভ মিনি মাথুরের

১৯

মানবদেহে বিশ্বের প্রথম মাংসখেকো মাছি শনাক্ত

২০
X