পিরোজপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বুধবার (১৯ জুলাই) ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৭১ জন রোগী চিকিৎসাধীন আছে বলে জানান পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি।
এ নিয়ে জেলায় মোট ২৯৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে।
আরও পড়ুন : নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে ডেঙ্গু
পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, গত ২৪ ঘণ্টায় ৩১ জন নতুন রোগী এসেছে। বর্তমানে পিরোজপুর জেলার নেছারাবাদে সবচেয়ে বেশি ৩৪ জন এবং জেলা হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
তিনি বলেন, এ ছাড়া জেলার মঠবাড়িয়া উপজেলায় ১১ জন, ভাণ্ডারিয়া উপজেলায় ১০ জন নাজিরপুর উপজেলায় পাঁচজন এবং ভাণ্ডারিয়া উপজেলায় একজন রোগী চিকিৎসাধীন আছে। বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত জেলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন