কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৮:৪৯ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারসহ অন্যান্য অতিথিরা। ছবি : সংগৃহীত
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারসহ অন্যান্য অতিথিরা। ছবি : সংগৃহীত

অপেক্ষার পালা শেষ। দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদের পেমেন্ট ক্যাম্পেইনের কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি জিতলেন ঢাকার পালোয়ান মাহবুব হায়দার।

মঙ্গলবার (১৮ জুলাই) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর কাছে পুরস্কার হস্তান্তর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মেগা পেমেন্ট ক্যাম্পেইনের পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিলসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিরা বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদের মেগা ক্যাম্পেইনের চূড়ান্ত পর্যায়ে নগদ গ্রাহকের দেওয়া ভোটে সেরা ১০ জনকে বাছাই করা হয়। এদের মধ্যে একাই ৪ লাখ ৭৩ হাজার ২৭টি ভোট পেয়ে বিএমডব্লিউ জিতে নেন ঢাকার পালোয়ান মাহবুব হায়দার।

বিএমডব্লিউ জিতে মাহবুব হায়দার বলেন, ‘বিএমডব্লিউ জেতার পর ভাষা হারিয়ে ফেলেছি। আমি নিজেকে সবসময় হতভাগ্য মনে করি। সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না।’

ক্যাম্পেইনে ৪ লাখ ১১ হাজার ৮১৩টি ভোট পেয়ে দ্বিতীয় হন চট্টগ্রামের সিলভিয়া ইয়াসিন। তৃতীয় স্থান অধিকারী কক্সবাজারের সাইদুর রহমান সোহেল পেয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৯৯টি ভোট।

ভোটের সংখ্যা অনুযায়ী পরের নামগুলো ভোলার মো. নাসিম, কুমিল্লার আবু সায়েদ বিন শোভন, যশোরের সানজিদা ইয়াসমিন মিলি, নোয়াখালীর সাজ্জাদ আহমেদ, রংপুরের নাহরিন নোশিন, চাঁপাইনবাবগঞ্জের ওয়াশিম আকরাম এবং বরিশালের মো. মাসুম মৃধা।

সব মিলিয়ে ৪৫ লাখ ৩৯ হাজার ৫৫টি ভোট পড়ে নগদের আলোচিত এই ক্যাম্পেইনে।

বিজয়ীকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘নগদ শুরু থেকে চমক দেখিয়েছে। সেই চমকের ধারাবাহিকতায় আজকের এই বিএমডব্লিউ উপহার দিচ্ছে নগদ। বিজয়ীকে আমার অভিনন্দন।’

আয়োজন প্রসঙ্গে নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘বিএমডব্লিউ ক্যাম্পেইনটি যে কোনো বিবেচনায় সাধারণ কোনো ক্যাম্পেইন ছিল না। আমার বিবেচনায় এই ক্যাম্পেইনটি স্মার্ট বাংলাদেশের পথে একটি বড় পদক্ষেপ। বাংলাদেশে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ক্যাম্পেইনটির অনন্য একটি অবস্থান তৈরি করবে বলে আমার বিশ্বাস।’

অনুষ্ঠানে জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ভিডিও বার্তায় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ও বিজয়ীদের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত মার্চে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চালু ছিল নগদের বিএমডব্লিউ মেগা ক্যাম্পেইনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন শান্তি চুক্তি আলোচনায় বড় অগ্রগতি

এসএসসি পাসে মীনা বাজারে চাকরির সুযোগ

বিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

পুরুষদের প্রস্টেট চেক করানো কেন জরুরি

১০৯ জন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ, ৫২ জনের গণশুনানি

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা

ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই : ইরান

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধে বৃদ্ধ নিহত

রাজধানীতে আজ কোথায় কী

হুমকির মুখে তাপ বিদ্যুৎকেন্দ্র ও জাতীয় গ্রিড লাইন

১০

স্বেচ্ছাসেবক দল নেতার পদত্যাগ

১১

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকতে পারে

১২

আড়ং ডেইরিতে নিয়োগ, দ্রুত আবেদন করুন

১৩

২৪ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

নাশতায় যেসব খাবার নীরবে বাড়াচ্ছে আপনার রক্তচাপ

১৫

২৪ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

বিয়ের সাজ নিতে গিয়ে দুর্ঘটনা, সিনেমা স্টাইলে হাসপাতালেই বিয়ে

১৮

নতুন যুদ্ধ কৌশল ‘হাইব্রিড যুদ্ধ’, এটা আসলে কী

১৯

বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, সেই তরুণীর রহস্যজনক মৃত্যু

২০
X