কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৮:৪৯ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন ঢাকার মাহবুব

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারসহ অন্যান্য অতিথিরা। ছবি : সংগৃহীত
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারসহ অন্যান্য অতিথিরা। ছবি : সংগৃহীত

অপেক্ষার পালা শেষ। দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদের পেমেন্ট ক্যাম্পেইনের কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি জিতলেন ঢাকার পালোয়ান মাহবুব হায়দার।

মঙ্গলবার (১৮ জুলাই) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর কাছে পুরস্কার হস্তান্তর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মেগা পেমেন্ট ক্যাম্পেইনের পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিলসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিরা বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদের মেগা ক্যাম্পেইনের চূড়ান্ত পর্যায়ে নগদ গ্রাহকের দেওয়া ভোটে সেরা ১০ জনকে বাছাই করা হয়। এদের মধ্যে একাই ৪ লাখ ৭৩ হাজার ২৭টি ভোট পেয়ে বিএমডব্লিউ জিতে নেন ঢাকার পালোয়ান মাহবুব হায়দার।

বিএমডব্লিউ জিতে মাহবুব হায়দার বলেন, ‘বিএমডব্লিউ জেতার পর ভাষা হারিয়ে ফেলেছি। আমি নিজেকে সবসময় হতভাগ্য মনে করি। সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না।’

ক্যাম্পেইনে ৪ লাখ ১১ হাজার ৮১৩টি ভোট পেয়ে দ্বিতীয় হন চট্টগ্রামের সিলভিয়া ইয়াসিন। তৃতীয় স্থান অধিকারী কক্সবাজারের সাইদুর রহমান সোহেল পেয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৯৯টি ভোট।

ভোটের সংখ্যা অনুযায়ী পরের নামগুলো ভোলার মো. নাসিম, কুমিল্লার আবু সায়েদ বিন শোভন, যশোরের সানজিদা ইয়াসমিন মিলি, নোয়াখালীর সাজ্জাদ আহমেদ, রংপুরের নাহরিন নোশিন, চাঁপাইনবাবগঞ্জের ওয়াশিম আকরাম এবং বরিশালের মো. মাসুম মৃধা।

সব মিলিয়ে ৪৫ লাখ ৩৯ হাজার ৫৫টি ভোট পড়ে নগদের আলোচিত এই ক্যাম্পেইনে।

বিজয়ীকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘নগদ শুরু থেকে চমক দেখিয়েছে। সেই চমকের ধারাবাহিকতায় আজকের এই বিএমডব্লিউ উপহার দিচ্ছে নগদ। বিজয়ীকে আমার অভিনন্দন।’

আয়োজন প্রসঙ্গে নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘বিএমডব্লিউ ক্যাম্পেইনটি যে কোনো বিবেচনায় সাধারণ কোনো ক্যাম্পেইন ছিল না। আমার বিবেচনায় এই ক্যাম্পেইনটি স্মার্ট বাংলাদেশের পথে একটি বড় পদক্ষেপ। বাংলাদেশে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ক্যাম্পেইনটির অনন্য একটি অবস্থান তৈরি করবে বলে আমার বিশ্বাস।’

অনুষ্ঠানে জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ভিডিও বার্তায় ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ও বিজয়ীদের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত মার্চে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চালু ছিল নগদের বিএমডব্লিউ মেগা ক্যাম্পেইনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

ভারতীয়দের জন্য সংকুচিত হচ্ছে মার্কিন দরজা

‘সোলজার’র প্রথম ঝলকে কী বার্তা দিলেন শাকিব খান?

কালবেলায় সংবাদ প্রকাশ / ক্যানসার আক্রান্ত সেই রাশিদার চিকিৎসার দায়িত্ব নিল খুলনা মেডিকেল

টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডিসি সারোয়ারের হুঁশিয়ারি

আবরার ফাহাদ স্মরণে ৮ স্তম্ভ নির্মাণ, ব্যয় কত

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের জামায়াত নেতা

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে হজযাত্রী নিবন্ধনের বিষয়ে যা জানা গেল

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন : এম এ মালিক

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

১০

বাংলাদেশ সফরের জন্য আইরিশদের দল ঘোষণা

১১

এবার আরেক অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জনের পথে পাকিস্তান

১২

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

১৩

মেঘনায় অভিযানিক দল ও জেলেদের সংঘর্ষ

১৪

হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হামজা

১৫

যে ৬ সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না

১৬

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

১৭

চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে : কফিল উদ্দিন

১৮

ডাকসুর জিএস ফরহাদ হোসেনকে রাঙামাটিতে সংবর্ধনা

১৯

পুলিশ সদস্যদের হামলা ও অপদস্তের প্রতিবাদ দুই সংগঠনের 

২০
X