বিএনপির কতিপয় নেতাকর্মী উপজেলা নির্বাচনে ভোট করেছে, এটা তাদের আত্মীয়তার সূত্রে। তবে, সাংগঠনিক কোনো নেতার নির্দেশে ভোটে অংশ নিয়েছে এটা সঠিক নয় বলে মন্তব্য করেছেন মনিরামপুর থানা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন।
তিনি বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে যারা ভোট করেছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে বলেছি, এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে যশোরের মনিরামপুর থানা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ইকবাল হোসেন বলেন, কারো বিরুদ্ধে নয়; বরং নিজের অবস্থান তুলে ধরার জন্য এ আয়োজন। ২০০২ সাল থেকে বিএনপির সভাপতি, এখন থানা বিএনপির আহ্বায়ক। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আমিসহ আত্মীয়স্বজনরাও নানাভাবে হয়রানির শিকার। তবুও রাজনীতি থেকে সরিনি। সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে নেতাকর্মীদের ভোটে অংশগ্রহণ নিয়ে আমাকে দোষারোপ করা হয়েছে। যা আদৌ সঠিক নয়। বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি এ সরকারের আমলে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মকবুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন