মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১০:১৮ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৯ মে) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুস সালাম চৌধুরী এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন।

এর আগে একইদিনে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান ১৯ মে স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৬০৮/২০২৪ নং সিপিএলএ এর ১৬ মে এর আদেশ পালন করার লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে ইসি।

রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলে দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের শুধু রাজনগর উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হবে। এ উপজেলায় তিন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুস সালাম চৌধুরী গণবিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের পত্রের নির্দেশনা অনুযায়ী ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজার জেলার সদর উপজেলার সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

প্রসঙ্গত মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচনের ওপর সাত দিনের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এই সময়ের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আট বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজ। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৩ এপ্রিল তাজের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম। কিন্তু পাঁচ দিন পর ২৮ এপ্রিল মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ ড. উর্মি বিনতে সালাম।

পরে তাজ মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। গত ৯ মে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে বিচারপতি মো. ইকবাল কবির ও মো. আখতারুজ্জামানের বেঞ্চ রুলসহ আদেশ দেন। তার প্রার্থিতা ফিরিয়ে দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে বলা হয়। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা। পরে আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হয়।

আগামী ২১ মে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যে তাজের মনোনয়নপত্র বাতিল হ‌ওয়ায় বর্তমান চেয়ারম্যান কামাল হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক না : এ্যানি

একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : ফারুক

প্রতিদিন ২টি করে খেজুর খেলে কী ঘটে শরীরে? যা বলছেন পুষ্টিবিদ

কুয়েটে মারধরের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার

এক ম্যাচে ১৭ লাল কার্ড, মাঠে যা ঘটেছিল (ভিডিও)

খালেদা জিয়া কেমন আছেন, জানালেন মির্জা ফখরুল

নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

কফি পান করার সেরা সময় কখন?

সাংবাদিকনেতা সোহেলকে মামলায় জড়ানোয় বিএআরএফের তীব্র নিন্দা

গৃহবধূকে বেধড়ক মারধরের পর বিবস্ত্রের অভিযোগ

১০

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব : গোলাম পরওয়ার

১১

না ফেরার দেশে গিটারিস্ট সেলিম হায়দার

১২

ইয়ামির বিস্ফোরক মন্তব্য

১৩

টঙ্গী জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

১৪

নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল হৃদয়ের মরদেহ

১৫

অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় ভারতীয়র মলত্যাগের ভিডিও ভাইরাল

১৬

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

১৭

দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় : মির্জা ফখরুল

১৮

ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত

১৯

নাশকতার পরিকল্পনার সময় ধরা খেলেন হারুন

২০
X