কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৪:০২ এএম
অনলাইন সংস্করণ

হত্যার আশঙ্কায় চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রার্থীর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
প্রার্থীর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. রাশেদুল কাওসার ভূইয়া প্রতিপক্ষের দ্বারা যে কোন সময় হত্যার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। এ আশঙ্কায় তিনি সোমবার (২০ মে) কসবাস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।

কাওসার ভূইয়ান কসবা উপজেলা পরিষদের বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক । তিনি অভিযোগ করেন, তার সমর্থকদের মারধর এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নির্বাচনী মাঠে সমতা নেই। তিনি নির্বাচনে ৩৮টি কেন্দ্রে ঝুকিপূর্ণ তালিকা করে নিরাপত্তা আরো জোরদার করার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার নির্বাচনের প্রধান সহকারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশকে রাতের বেলায় বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ কাপ পিরিচ সমর্থকরা কুপিয়ে গুরুতর জখম করেছে। পলাশের বর্তমান অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অপর সমর্থক লেশিয়ারা গ্রামের মনির ডিলারের বাড়ি ভাংচুর এবং তাকে মারধর করা হয়েছে।

তিনি বলেন, আমি আওয়ামী লীগের একজন ত্যাগী মানুষ। আমি ছাত্রলীগ, যুবলীগ করেছি। আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ছিলাম। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমান উপজেলা চেয়ারম্যান। আমি দুইবার আইনমন্ত্রীর এপিএস ছিলাম। আমার নির্বাচনী গাড়ি ভাংচুর করা হয়েছে। আমি কোন নিরাপত্তার মধ্যে নেই। যেকোন সময় আমাকে মেরে ফেলতে পারে। আমি আইনমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

তিনি বলেন, উপজেলার ৮৩টি ভোট কেন্দ্র রয়েছে। তাদের মধ্যে শাহপুর, শিমরাইল, ধজনগর, পানিয়ারুপসহ কয়েকটি এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা করতে পারেননি। সেখানে গেলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তাদের সমর্থকদের মারধর করা হচ্ছে। তাই ৩৮টি নির্বাচনী কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আফজাল হোসেন রিমনসহ আরও অনেকে।

উপজেলা চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মো. সাইদুর রহমান স্বপন বলেন, আমার সমর্থিত লোকজনদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এমদাদুল হক পলাশের উপর আক্রমণে আমি ও আমার সমর্থিতরা কেউ জড়িত নয়। উল্টো আনারস প্রতীকের সমর্থকরা আমার সমর্থিতদের ভয়ভীতি দেখাচ্ছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহারিয়ার মুক্তার বলেন, আমরা যখন যে অভিযোগ পেয়েছি। সেটিই তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা নিয়েছি। মাঠ পর্যায়ে প্রত্যেককে সমহারে দেখার চেষ্টা করেছি। তিনি বলেন, উপজেলা ৮৩টি কেন্দ্রে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ হিসেবে আমরা কাজ করছি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ বলেন, এমদাদুল হক পলাশের উপর আক্রমণের ঘটনায় থানায় ২০ জনের নামে মামলা হয়েছে। তাদের মধ্যে থেকে ওয়াসিম মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে থানা হাজতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

যশোর-৬ আসন অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

টেকনাফ সীমান্তের ওপারে আবারও গোলাগুলি, এপারে আতঙ্ক

চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি স্থান হবে কারাগার : নীরব

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো

আবারও ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কি না জানালেন বাবা আজিজুর

১০

‘ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু ছোঁয়াকে আছড়ে হত্যা করে ফুপাতো ভাই’

১১

সড়ক পরিহার করে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

১২

আমরা সবাই বাংলাদেশি, এর বাইরে কোনো পরিচয় নেই : জিলানী

১৩

জামদানি পল্লী পরিদর্শনে উপদেষ্টা ফরিদা আখতার

১৪

উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

১৫

বাংলাদেশ থেকে লক্ষাধিক টাকা বেতনে নার্স নেবে কুয়েত

১৬

সংবিধানের ওপরে জুলাই সনদ প্রাধান্য পেতে পারে না : গণফোরাম

১৭

ঢাবি উপাচার্যের বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপনের প্রতিবাদ কর্তৃপক্ষের

১৮

হাজার হাজার মার্কিনি নিচ্ছেন মেক্সিকোর নাগরিকত্ব

১৯

যাদের জনসমর্থন নেই, তারাই পিআর চায় : এসএম জাহাঙ্গীর

২০
X