চট্টগ্রাম নগরীর ইপিজেডে বিদ্যুৎস্পর্শে সুমন প্রকাশ রামু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বিভিন্ন স্থান থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে ভাঙারির দোকানে বিক্রি করতেন বলে জানা গেছে।
বুধবার (২২ মে) ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর আকমল আলী রোডের ইসমাইল সুকানি স্কুল সংলগ্ন হাজি ইউসুফ মঞ্জিলের পাশে পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সূত্রে জানা গেছে, সকালে ভাঙারির দোকানে বিক্রয়ের উদ্দেশে আকমল আলী সড়কে হাজি ইউসুফ মঞ্জিলের পাশে পরিত্যক্ত জায়গায় মরিচা ধরা একটি ঢেউটিন টান দিলে পাশে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। তার পরনে খয়েরি রঙের থ্রি কোয়াটার প্যান্ট, গায়ে কালো গেঞ্জি, হাতে একটি ব্যাচলাইট ও মুখে হালকা দাড়ি আছে।
পুলিশ জানায়, সকালে আকমল আলী রোড থেকে ফোনে একজন থানায় খবর দেন যে, অজ্ঞাত একটি মরদেহ পড়ে আছে। পরে ইপিজেড থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত সুমন বন্দরটিলার বাসিন্দা।
ইপিজেড থানার ওসি মুহাম্মদ হোসাইন বলেন, আকমল আলী সড়কে হাজি ইউসুফ মঞ্জিলের পাশে পরিত্যক্ত জায়গা থেকে এক ভাঙারি টোকাই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত আছে।
মন্তব্য করুন