নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিথিল নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মে) উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মুড়াপাড়া ডিগ্রি কলেজের পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়।
নিহত শিথিল রাজধানী ঢাকার খিলক্ষেতের কুরাতলী এলাকার অহিদ মিয়ার ছেলে ও ওই এলাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবার ও বন্ধুদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক অলিউর রহমান জানান, রাজধানী ঢাকার খিলক্ষেত কুরাতলী এলাক থেকে বিশ্ববিদ্যালয়ের সাত বন্ধু মিলে মুড়াপাড়া ডিগ্রি কলেজের পুকুরে গোসল করতে আসেন। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় শিথিল পুকুরের পানিতে তলিয়ে যান।
পরে বন্ধুরা খোঁজাখুঁজি করতে থাকলে তাদের সাথে স্থানীয়রাও খোঁজাখুঁজি করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়। পরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে- ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটানো হয়েছে কিনা।
মন্তব্য করুন