কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ আবদুল্লাহ নামে আরসার এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহঅধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। এর আগে বুধবার (২২ মে) ক্যাম্প-২০ এলাকায় ওই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আবদুল্লাহ (৩০) ৩ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/৫১ এর মোদাচ্ছেরের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ১৪ এপিবিএন পুলিশের কাছে খবর আসে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ ২০ নম্বর ক্যাম্পে অবস্থান করছে। এ খবরে ইরানি পাহাড়ে অভিযান চালিয়ে ক্যাম্পের একটি শেড থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যাম্পের কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালু স্থান থেকে দেশীয় তৈরি বড় ওয়ান শুটার গান ১টি, মাঝারি সাইজের ওয়ান শুটার গান ২টি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শটগানের কার্তুজ ১টি, রাইফেলের গুলির খোসা ২০টি, পিস্তলের গুলির খোসা ৩টি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোট ৮টি হত্যা মামলা ও ১টি অপহরণ এবং চাঁদাবাজির মামলা রয়েছে।
তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন