পঞ্চগড়ের দেবীগঞ্জে ইটবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সুজন রায় নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার (২৩ মে) রাত পৌনে ৯টায় দেবীগঞ্জ পৌর সদরের এলএসডি গুদাম সংলগ্ন দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন রায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের উপেনচৌকি ভাজনি সরকার পাড়া এলাকার অজিত চন্দ্র রায়ের ছেলে। সুজন রায় নীলফামারী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সুজন রায় ও আহত অনিত্য রায় সম্পর্কে চাচা-ভাতিজা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে অনিত্য রায় এবং সুজন রায় মোটরসাইকেলে তালতলা থেকে দেবীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কের এলএসডি গুদাম সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সুজন রায় এবং অনিত্য রায়। তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুজন রায়কে মৃত ঘোষণা করেন। অনিত্য রায়কে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফিয়া ফারজানা বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে সুজন রায়কে মৃত অবস্থায় আনা হয়। এ ছাড়া অনিত্য রায়ের মাথায় গভীর ক্ষত ছিল। আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন