চুয়াডাঙ্গার জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিন লাখ টাকা হারিয়েছেন সানোয়ার হোসেন নামে এক গরু ব্যবসায়ী। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জীবননগর-কালীগঞ্জ সড়কের পশু হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।
গরু ব্যবসায়ী সানোয়ার হোসেন মহেশপুর উপজেলার কাকলেদাঁড়ি গ্রামের ফেলা মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে জীবননগর পশু হাসপাতালের সড়কের সামনে একজন ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে তারা তাকে উদ্ধার করে সড়কের পাশে একটি দোকানে বসিয়ে রাখেন। তারপরও তার জ্ঞান না ফেরায় তার পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে তার আত্মীয়দের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সানোয়ার হোসেনের স্ত্রী মাহফুজা খাতুন কালবেলাকে বলেন, আমার স্বামী একজন গরু ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে বাসা থেকে দুটি গরু সঙ্গে নিয়ে জীবননগর শিয়ালমারী পশু হাটে বিক্রির জন্য যান। বিকেল ৩টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে আমরা জানতে পারে অজ্ঞান অবস্থায় জীবননগর পশু হাসপাতালে নিকট পড়ে আছে। খবর শোনার পর পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে তাকে সেখান থেকে আনা হয়েছে। তিনি এখন মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় লুঙ্গির ভেতরে কাপড়ের থলের মধ্যে করে নগত ১ লাখ টাকা এবং গরু দুটির আনুমানিক ২ লাখ টাকাসহ মোট ৩ লাখ টাকা নিয়ে গেছে।
জীবননগর ওসি এস এম জাবীদ হাসান কালবেলাকে বলেন, খবর ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠিয়েছিলাম। তার আত্মীয়রা তাকে নিয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পশুর হাটের দিন পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়াও সামনের দিনগুলোতে নজরদারি বাড়ানো হবে।
মন্তব্য করুন