মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কোথায় গেল দলছুট অসুস্থ হাতি

অসুস্থ হাতি। ছবি : কালবেলা
অসুস্থ হাতি। ছবি : কালবেলা

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা দলছুট বন্য হাতিকে তিন দিন ধরে তল্লাশি চালিয়েও খুঁজে পাচ্ছে না বন বিভাগ।‌ হাতিটির চিকিৎসার জন্য ঢাকা থেকে পশুচিকিৎসকদের একটি প্রতিনিধিদলকে পাঠিয়েছে বন্যপ্রাণী বিভাগ।

বুধবার (২৯ মে) দুপুর পর্যন্ত অসুস্থ হাতির কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। তবে খোঁজ চালাচ্ছেন বন বিভাগ ও বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ।‌ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অসুস্থ হাতিটির চিকিৎসায় ঢাকা থেকে একটি প্রতিনিধিদল নিয়ে আসা হয়েছে। দলের সদস্যরা সোমবার থেকে বনে গিয়ে কাজ শুরু করেছেন। চিকিৎসার জন্য আগে হাতিটিকে ধরতে হবে। তবে হাতিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, হাতিটি জঙ্গলে ঢুকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটির সন্ধানে স্থানীয় বন বিভাগের লোকজন ও বনাঞ্চলে বসবাসকারী গ্রামবাসীরা চেষ্টা চালাচ্ছেন। হাতিটিকে ধরতে চেতনানাশক ট্রাংকুলাইজার ব্যবহার করা হতে পারে। হাতিটির খোঁজ পেতে স্থানীয়রাসহ সবার সহযোগিতা প্রয়োজন।

বন বিভাগ ও গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, ক্রান্তীয় চিরসবুজ এ বনে চারটি বন্য হাতি দলবেধে বিচরণ করত। এর মধ্যে একটি হাতি বেশ কিছু দিন আগে অসুস্থ হয়ে পড়ে। হাতিটি দলছুট হয়ে একা ঘুরে বেড়ায়। মাঝেমধ্যে আশপাশের লোকালয়ে চলে যায়। তবে মানুষের কোনো ক্ষয়ক্ষতি করেনি। খবর পেয়ে স্থানীয় বন বিভাগ ও মৌলভীবাজারের বন্য প্রাণী বিভাগের কয়েকজন কর্মকর্তা রোববার বনের বিভিন্ন এলাকায় গিয়ে হাতিটির অবস্থান জানার চেষ্টা করেন। কিন্তু এটিকে খুঁজে পাওয়া যায়নি। সেখান থেকে ফিরে বন্য প্রাণী বিভাগের কর্মকর্তারা অসুস্থ হাতিটির চিকিৎসায় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে একটি চিকিৎসক দল গঠন করা হয়।

বন বিভাগের জুড়ীর রেঞ্জ কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, বনের কাছাকাছি পূর্ব জুড়ী ইউনিয়নের দুর্গাপুর এলাকায় গত শুক্রবারও হাতিটিকে দেখা গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ সময় এটিকে খুব দুর্বল দেখাচ্ছিল। এর শরীরে ক্ষতও দেখা গেছে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া হাতিটির অসুস্থতার কারণ জানা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X