‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
সভায় সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, দুধ হচ্ছে একটি আদর্শ খাবার। কথায় আছে, আমরা দুধে ভাতে বাঙালি। দুধ শরীরকে ভালো ও সুস্থ রাখার পাশাপাশি শরীরে শক্তি জোগান দেয়। একজন শিশু মেধাসম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে দুধের বিকল্প নেই।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক। খামারিদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মনজুর আহমেদ, রাজিয়া সুলতানা সেলি।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকরা। আলোচনা সভা শেষে দুগ্ধ দিবস-২০২৪ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন