সাতক্ষীরা বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার (নবগঠিত) পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সৈনিক লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম বাবু খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন-অর-রশিদ (সিআইপি)।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহা রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাড. শওকত আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সরোয়ার হোসেন তালুকদার।
মন্তব্য করুন