হুমায়ুন কবির, সাভার
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০১:৩২ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও প্রকাশ্যে ঘুরছেন যুবলীগ নেতা

আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার। ছবি : কালবেলা
আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার। ছবি : কালবেলা

একাধিক মামলার আসামি ও আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার। অভিযোগ আছে এককালে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে ভোল পাল্টে হয়ে যান যুবলীগ নেতা। তার আপন বড়ভাই গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। তার পিতাও ছিলেন বিএনপি নেতা এবং জিয়াউর রহমানের জাগো দলের এমপি প্রার্থী। এসব নিয়ে খোদ দলের ভেতরেও কবির সরকারকে নিয়ে রয়েছে নানান সমালোচনা। অথচ এই বিতর্কিত নেতা ৭ বছর ধরে থানা যুবলীগের শীর্ষ পদে বহাল তবিয়তে আছেন। সম্প্রতি পেয়েছেন জেলা আহ্বায়ক কমিটির পদও।

কবির হোসেন সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় আশুলিয়া থানায় একাধিক মামলাসহ ঢাকার রমনা থানায় রয়েছে একটি মামলা। ইতিমধ্যে রমনা থানার মামলায় সাজার রায়সহ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

রমনা থানার মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ এপ্রিল জামায়াত-শিবিরের নেতাদের মুক্তির দাবিতে ঢাকার কাকরাইল এলাকায় স্লোগান দিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, যাত্রীদের মারধরসহ চালকের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা হয়। ২০১২ সালের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন ওই মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার তৎকালীন এসআই মো. জাফর আলী। আদালত ওই ঘটনায় বেশ কয়েকজন আসামির সঙ্গে কবির হোসেন সরকারকেও দোষী সাব্যস্ত করেন। আদালত কবির হোসেন সরকারকে ১৪৭ ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। রায়ের পর গত ৩ জানুয়ারি কবির হোসেন সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

তবে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও সংশ্লিষ্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেননি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে কবির সরকারকে।

অনুসন্ধানে জানা যায়, কবির হোসেন সরকারের বিরুদ্ধে আশুলিয়া থানায় আরও ৫টি মামলা রয়েছে। ২০১৮ সালের ২১ ডিসেম্বর, ২০১০ সালের ৩ এপ্রিল, ২০১৪ সালের ২৫ মে, ২০১৩ সালের ২০ জুলাই, ২০০৯ সালের ২১ জুলাই কবির হোসেন সরকারের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। এসব মামলায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, প্রতারণা, দখলসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

দিকে মামলা থেকে বাঁচতে যুবলীগে যোগ দিয়ে মো. কবির হোসেন সরকার আশুলিয়া থানা কমিটির শীর্ষ পদে স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের ১৭ নভেম্বর দেশের জাতীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, সরকারি গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারে ঢাকার ২০টি সংসদীয় আসনের অনেকেই মামলা থেকে রেহাই পেতে, গ্রেপ্তার বা আটক হওয়া থেকে নিজেকে বাঁচাতে ওই সময়ে আ.লীগে যোগ দেন। অন্যান্যদের অনেকের নামের সঙ্গে আশুলিয়ার কবির হোসেন সরকারের নাম রয়েছে।

আশুলিয়া যুবলীগের একাধিক নেতাকর্মী দাবি করে বলেন, কবির সরকারকে আগে ছাত্রলীগ বা যুবলীগের কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তার আপন বড়ভাই শাখাওয়াত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। তার বাবা মরহুম গিয়াস উদ্দিন সরকারও বিএনপির বড় নেতা ছিলেন এবং জিয়াউর রহমান প্রতিষ্ঠিত জাগো দল থেকে ঢাকা-১২ আসনে সংসদ নির্বাচন করেন। কবির সরকারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। আর এসব মামলা থেকে বাঁচতেই তিনি যুবলীগের রাজনীতি শুরু করেন। ২০১৭ সালের ১৮ জুলাই গঠিত আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কমিটিতে তৎকালীন কেন্দ্রীয় কমিটির এক শীর্ষ নেতার সঙ্গে সুসম্পর্কের মধ্য দিয়ে আহ্বায়কের পদ পান তিনি। তিন মাস মেয়াদি সেই কমিটি বর্তমানে ৭ বছরে পড়েছে কিন্তু এখনও সেই কমিটির আহ্বায়ক পদে বহাল তবিয়তে রয়েছেন তিনি। পাশাপাশি গত ১৭ ফেব্রুয়ারি গঠিত ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটিতে পেয়েছেন সদস্য পদ।

এসব বিষয়ে জানতে কবির হোসেন সরকারকে গতকাল এবং আজ শুক্রবার (৭ জুন) একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি জানতে চাইলে এর সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, কবির হোসেন সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেয়েছি। তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এ বিষয়টি নিয়ে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ব্যস্ত আছেন বলে জানিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X