বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ
শান্তি সমাবেশে আওয়ামী নেতা

‘রাতের অন্ধকারে এমপি হয়েছ, আমরাই তো তৈরি করেছি’

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী। ছবি : কালবেলা
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী। ছবি : কালবেলা

‘রাতের অন্ধকারে তোমরা এমপি হয়েছ, আমরাই তো তোমাদের তৈরি করেছি। এমপি হয়েছ, মুরব্বিদের সম্মান করে চলো, তা না হলে সমস্যা হবে, তখন কিছু বলতে পারবা না।’

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে উদ্দেশ্য করে এসব কথা বলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে দেওয়া এমন বক্তব্য জেলাজুড়ে বিতর্ক তৈরি করেছে। এমনকী ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে ওই শান্তি সমাবেশে আওয়ামী লীগের এই নেতাই নয়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানসহ স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে উদ্দেশ্য করে আক্রমনাত্মক বক্তব্য দেন। এ সময় ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন তারা।

আরও পড়ুন : আওয়ামী লীগে 'স্লিপ অব টাং' রোগ

এর আগে গত ১৭ জুলাই খোকসা উপজেলার বিলজানি বাজারে শান্তি সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে উদ্দেশ্যে করে আক্রমনাত্মক বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আসগর আলীসহ স্থানীয় নেতাকর্মীরা। ওই সমাবেশের তিন দিন পর খোকসা বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশ করে খোকসা উপজেলা আওয়ামী লীগ। ওই সমাবেশে প্রধান অতিথি থেকে বিএনপি জামায়াতের বিশৃঙ্খল আচরণের প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রদানের পাশাপাশি বিলজানি বাজারের সমাবেশে এমপি জর্জ নিজেকে নিয়ে আওয়ামী নেতাদের বিরূপ মন্তব্যের সমালোচনা করে বক্তব্য দেন।

তিনি ওই বক্তব্যে বলেছিলেন, ‘আপনারা সিনিয়র নেতা। আপনারা আমাদের অভিভাবক। কিন্তু যা কিছু বলছেন, শিষ্টাচারের মধ্যে থেকে বক্তব্য দিবেন। আপনারা বয়স্ক, মুরব্বি মানুষ। আমি কোনো আজেবাজে কথা বলতে চাই না। অনেক কিছুই বলার আছে। সেগুলো তুলে রাখলাম। একদিন সেই জবাব আপনারা পাবেন। যদি আপনাদের এমন আচরণ অব্যাহত থাকে, তাহলে এর সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি।’

এদিকে কুষ্টিয়া আওয়ামী লীগের শান্তি সমাবেশের নামে একের পর এক কাদা ছোঁড়াছুড়িতে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা জেলাজুড়ে। দলীয় নেতাকর্মীদের মাঝেও সৃষ্টি হচ্ছে বিভ্রান্তিকর পরিস্থিতি। জাতীয় নির্বাচনের আগে এমন পরিস্থিতি দলের জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবে না বলে মনে করেন তৃণমূল আওয়ামী নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

চুল পড়া রোধ করবে যে জিনিস

ডাকসু নির্বাচন, আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১০

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

১১

বুয়েটের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

১২

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১৩

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য : খোকন

১৪

ডাকসু নির্বাচন / আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

১৫

দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল

১৬

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

১৭

দেশে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

১৮

ভিক্ষুকের বাসায় মিলল ৩ ভরি সোনা ও সাড়ে ৪ লাখ টাকা

১৯

জেলেই মারা গেলেন আসামি, কবরে গিয়ে ক্ষমা চাইল পুলিশ

২০
X