সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১২:১৩ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে কারাগারের ছাদ কেটে পালাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি

গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। ছবি : কালবেলা

বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ছিদ্র করে বিছানার কাপড় দিয়ে রশি বানিয়ে কারাগার থেকে পালিয়ে গেছে।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন ওরফে আমির হামজা, বগুড়ার কাহালু উপজেলার মো. জাকারিয়া এবং সদর উপজেলার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।

বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের কাছে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে রাত সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পলাতক ওই চার আসামিকে গ্রেপ্তারের পর বুধবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে কারাগারের কনডেম সেল থেকে আসামিরা পালিয়ে যায়। তারা প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

তিনি বলেন, চার আসামি ছাদ ছিদ্র করে বের হয়। এরপর তারা বিছানার চাদর ব্যবহার করে দেওয়াল টপকে বাইরে বের হয়। ভোর রাত ৩টা ৫৫ মিনিটে সংবাদ পেয়ে পুলিশের একাধিক দল শহরে তল্লাশি শুরু করে। ভোর রাত ৪টা ১০ মিনিটে শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, পালিয়ে যাওয়ার পরপরই জেলা কারাগার থেকে পাঠানো ছবি দেখে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চারজনকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর কারা কর্তৃপক্ষ তাদের শনাক্ত করেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, কারাগার পরিদর্শন করে দেখা গেছে, তারা চারজন একই সঙ্গে একটি কক্ষে অবস্থান করত। তারা পরিকল্পিতভাবে ছাদ ছিদ্র করে বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে দেওয়াল টপকে করতোয়া নদীর পাড় হয়ে পালিয়ে যায়। গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে জেল থেকে পালানোর ঘটনায় মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১০

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১১

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৩

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৪

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১৫

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১৬

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৭

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৮

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৯

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

২০
X