বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১২:১৩ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে কারাগারের ছাদ কেটে পালাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি

গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। ছবি : কালবেলা

বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ছিদ্র করে বিছানার কাপড় দিয়ে রশি বানিয়ে কারাগার থেকে পালিয়ে গেছে।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন ওরফে আমির হামজা, বগুড়ার কাহালু উপজেলার মো. জাকারিয়া এবং সদর উপজেলার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।

বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের কাছে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে রাত সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পলাতক ওই চার আসামিকে গ্রেপ্তারের পর বুধবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে কারাগারের কনডেম সেল থেকে আসামিরা পালিয়ে যায়। তারা প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

তিনি বলেন, চার আসামি ছাদ ছিদ্র করে বের হয়। এরপর তারা বিছানার চাদর ব্যবহার করে দেওয়াল টপকে বাইরে বের হয়। ভোর রাত ৩টা ৫৫ মিনিটে সংবাদ পেয়ে পুলিশের একাধিক দল শহরে তল্লাশি শুরু করে। ভোর রাত ৪টা ১০ মিনিটে শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, পালিয়ে যাওয়ার পরপরই জেলা কারাগার থেকে পাঠানো ছবি দেখে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চারজনকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর কারা কর্তৃপক্ষ তাদের শনাক্ত করেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, কারাগার পরিদর্শন করে দেখা গেছে, তারা চারজন একই সঙ্গে একটি কক্ষে অবস্থান করত। তারা পরিকল্পিতভাবে ছাদ ছিদ্র করে বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে দেওয়াল টপকে করতোয়া নদীর পাড় হয়ে পালিয়ে যায়। গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে জেল থেকে পালানোর ঘটনায় মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলে দল পেয়েই বড় চমক দেখাল নোয়াখালী

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

প্লট দুর্নীতি / সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ১৮ বছরের কারাদণ্ড

দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

নগদে ফিরে এলে বা নতুন অ্যাকাউন্ট খুললেই ক্যাশব্যাকসহ সারপ্রাইজ গিফট

শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ আছে : বিচারক

র‍্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী বহিষ্কার, ৯ পরিবারকে তলব

সৎছেলে নাগাকে নিয়ে যা বললেন অমলা

দুই দিনে শেষ অ্যাশেজ: পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

যে ৬ সহজ কৌশল রক্ত পরীক্ষায় সুচের ভয় কমাতে সাহায্য করবে

১০

ইমরান খানের মৃত্যুর গুজব, যা জানাল কারা কর্তৃপক্ষ

১১

আবারও মালাইকার প্রেমের গুঞ্জন

১২

প্লট দুর্নীতি মামলায় জয়-পুতুলের ৫ বছর কারাদণ্ড   

১৩

প্লট দুর্নীতির মামলায় গণপূর্তের সাইফুলকে খালাস

১৪

মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী, বেড়েছে ডেঙ্গু রোগী

১৫

আমি মেয়ে হতে পারি; কিন্তু বোকা নই: রুক্মিণী

১৬

এবার ভূমিকম্পে কাঁপল ভারত

১৭

বিপিএল নিলামে ১৫৮ ক্রিকেটার, কোন ক্যাটাগরিতে কারা

১৮

৫৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ১০০

১৯

বাবার পর এবার ছেলেকে কুপিয়ে হত্যা, কী বলছে পুলিশ

২০
X