সোহেল আহমদ সুহেল, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

বন্যায় বেড়েছে নৌকার কদর, জমজমাট শতবর্ষী বৈরাগীর হাট

বৈরাগী বাজারের শতবর্ষী নৌকার হাট। ছবি : কালবেলা
বৈরাগী বাজারের শতবর্ষী নৌকার হাট। ছবি : কালবেলা

সিলেটের বিশ্বনাথ উপজেলার চারদিকের খাল বিলে এখন থইথই পানি। তাই তো নৌকার কদর বেড়েছে। এ কারণে জমে উঠেছে উপজেলার একমাত্র বৈরাগী বাজারের শতবর্ষী নৌকার হাট। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এই নৌকার হাটকে কেন্দ্র করে সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে আসেন ক্রেতা ও বিক্রেতারা।

সরেজমিন নৌকার হাটে দেখা যায়, উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া মাকুন্দা নদীর চরে সারি সারি নৌকা সাজিয়ে বসে আছেন কারিগররা। দুপুর থেকে বিকেলের মধ্যে দরদাম ও দেখেশুনে ক্রেতারা কিনে নিয়ে যান পছন্দের নৌকা। পাশাপাশি নৌকা বাজারকে কেন্দ্র করে বিভিন্ন রকমের আকর্ষণীয় বৈঠাও সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা।

স্থানীয়দের মতে, নৌকার বাজার হিসেবে বৈরাগী বাজার সিলেট অঞ্চলের মানুষের কাছে বেশ পরিচিত। এ হাটটি প্রায় শত বছর কিংবা তারও অধিক বছরের পুরোনো হবে। তবে কেউই এর সঠিক ইতিহাস বলতে পারেননি।

বৈরাগী বাজারে কথা হয় নৌকা বিক্রেতা উপজেলার মাখর গাওয়ের সুদাংশু দাশ, রফিজ মিয়া, রায়পুর গ্রামের নিপেন্দ্র রায়ের সঙ্গে।

তারা জানান, জারুল, কড়ই, রেন্টি, আম, জাম, চামবুল, শিমুল ও কৃষ্ণচূড়াসহ প্রায় সব কাঠ দিয়েই নৌকা তৈরি করা হয়ে থাকে। কাঠের ব্যবহার ও আকারের ওপর প্রতিটি নৌকার দাম পড়ে ৮ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। জারুলের তৈরি নৌকা সর্বোচ্চ ও শিমুলের তৈরি নৌকা সর্বনিম্ন দামে বিক্রি হয়ে থাকে। তবে, ৫০ হাজার টাকা দরের নৌকাও উঠে এই বাজারে।

সদর উপজেলা থেকে আসা ক্রেতা আকবর আলী জানান, যাতায়াত, গৃহস্থালি, গবাদিপশু ও প্রয়োজনীয় কাজের জন্য তিনি নৌকা কিনতে এসেছেন।

ওসমানীনগর উপজেলার প্রবাসী আব্দুল হেকিম বলেন, চারদিকে পানি, তাই একটি নৌকা কিনতে এসেছি।

বাজারের ইজারার দায়িত্বে থাকা খলিল মিয়া জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে নৌকার চাহিদা বাড়ে। তবে, গত সপ্তাহে হঠাৎ করে বিশ্বনাথে বন্যা হওয়ায় চাহিদা বেড়েছে দ্বিগুণ। গত বৃহস্পতিবারে প্রায় আড়াইশ’র অধিক নৌকা বিক্রি হয়েছে।

এদিকে, বন্যার পর পুরোনো নৌকা মেরামত করাচ্ছেন অনেকে। দেখা যায়, বৈরাগী বাজারের মাকুন্দা নদীর পশ্চিম পাড়ে জমশেরপুর গ্রামের জিয়া উদ্দিনের নৌকা মেরামত করছেন একই গ্রামের নৌকার কারিগর বাদ উল্লাহ।

জিয়া উদ্দিন জানান, নৌকা ঠিক করবেন করবেন বলে বন্যা চলে আসলো। বন্যার পর এখন নৌকা মেরামত করাচ্ছেন।

পাশাপাশি লামারচক গ্রামের নিজাম উদ্দিনের নৌকা মেরামত করছেন রায়পুরের পরিমল দাশ।

পরিমল দাশ জানান, ১২ হাতের একটি নৌকা তৈরি করতে দুজন কারিগরের ২-৩ দিন সময় লাগে। তিনি ৩০ বছর ধরে নৌকা তৈরি করা কাজ করছেন। বর্ষা এলে নৌকা তৈরি করেন। বছরের বাকি দিনগুলো তিনি দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালান।

উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, বৈরাগী বাজারের নৌকার হাট অনেক পুরোনো। এটি উপজেলার একটি ঐতিহ্য। এই বাজারকে ধরে রাখতে ও উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্টাক্টের চুক্তিতে শুরু হচ্ছে ইএসজি সার্টিফিকেট কোর্স

মায়ের সুতোয় ছেলে-মেয়েদের স্বপ্ন

দল থেকে সুখবর পেলেন বিএনপির ২০ নেতা

একদিনই ইসরায়েলি বাহিনী ‘২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে’

এনআইডি কার্যক্রম সংশোধনে ইসির নতুন সিদ্ধান্ত

নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ : নৌবাহিনী প্রধান

বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন এখনো চালু না হওয়ার কারণ

তাজরীনের আগুনে ঝলসে যাওয়া স্মৃতি, ১৩ বছর পরও শ্রমিকদের আর্তনাদ

নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ব্যয় বাড়বে: অর্থ উপদেষ্টা

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

১০

মাছের ঘের থেকে কৃষকের মরদেহ উদ্ধার

১১

শুটিং সেটে গুরুতর আহত, প্রযোজকের কথা ভাবলেন শ্রদ্ধা

১২

আঁধারে শেষ ২০ বিঘা সবজি ক্ষেত

১৩

বানিয়ে নিন মচমচে ফুলকপির পকোড়া

১৪

মুক্ত আকাশে ফাঁদে আটকা ৯০টি শালিক পাখি

১৫

রামপুরায় ২৮ জনকে হত্যা : অভিযোগ গঠনে শুনানির তারিখ নির্ধারণ

১৬

প্রকাশ্যে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

১৭

দুর্নীতি চাই এবং চাই না এর মধ্যে ফাঁক রয়েছে : দুদক চেয়ারম্যান

১৮

বিয়ে নিয়ে নিরাপত্তা জটিলতায় টেলর সুইফট

১৯

পুরো অ্যাশেজ থেকেই কি ছিটকে গেলেন অজি তারকা?

২০
X