পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সূত্রাপুর থানায় গ্রেপ্তার বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ পাঁচজনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।
রোববার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমুর আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
রিমান্ড চাওয়া অপর চার আসামি হলেন- কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, বিএনপির সক্রিয় কর্মী কবির, সোহাগ গাজী ও মো. রিয়াজ উদ্দিন রাজু।
আরও পড়ুন : গয়েশ্বরের সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল
এর আগে শনিবার রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় সূত্রাপুর থানার উপপরিদর্শক নাসির উদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সূত্রাপুর থানার উপপরিদর্শক নাসির উদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন।
মন্তব্য করুন