মাসুদ রানা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মাথা নেড়ে নিজেকে নির্দোষ দাবি হাজি সেলিমের

সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম। পুরোনো ছবি
সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম। পুরোনো ছবি

আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগে গ্রেপ্তার ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম নিজেকে নির্দোষ দাবি করেছেন। রিমান্ড শুনানিতে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হলে তিনি মাথা নেড়ে নাকচ করতে থাকেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল দখলের অভিযোগ করলে হাজি সেলিম দুই হাত নাড়িয়ে সেটাও নাকচ করেন। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বিকেল ৩টা ৪০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় হ্যান্ডকাফ লাগিয়ে বুলেট প্রুভ জ্যাকেট ও হেলমেট মাথায় পড়িয়ে কড়া নিরাপত্তার কাঠগড়ায় তোলা হয়। তখন তিনি হেলমেট খুলে ফেলে কান্নায় ভেঙে পড়েন। শুনানির আগে আইনজীবী হলফনামায় স্বাক্ষর করতে দেন। কিন্তু তিনি স্বাক্ষর করতে পারেন না বলে জানান। পরে হলফনামায় তার টিপসই নেওয়া হয়।

এর আগে রোববার রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই বিকাল ৬টায় লালবাগ থানাধীন আজিমপুর সরকারী আবাসিক এলাকায় বিশতলা ভবনের ৭ নম্বর বিল্ডিংয়ের পাশে রাস্তার উপরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্রসহ শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার বুলেট ও গুলি বর্ষণ করা হয়। ঘটনাস্থলে ইফতি, জুবায়ের, তানভীর, ইসমাইলসহ অনেক নিরস্ত ছাত্র-জনতা আহত হয়। তাদের মধ্যে বাদীর ছেলে আইডিয়াল কলেজের ১ম বর্ষের মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলে মারা যান। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মামলার ঘটনার সত্যতা স্বীকার করিলেও সে কৌশলে বিভিন্ন তথ্য গোপন করাসহ এড়াইয়া যাচ্ছেন। আসামিকে ঘটনার বিষয়ে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এমতাবস্থায় মামলাটি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে মামলার মূল রহস্য উদঘাটন, অপরাপর পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ডের একান্ত প্রয়োজন।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে যুবদলের সব কমিটি স্থগিত

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

চীনের সঙ্গে চুক্তি নিয়ে কানাডাকে হুমকি দিল ট্রাম্প

দেশে ভূমিকম্প অনুভূত

ভারত থেকে দেশে ঢুকল ৮ ট্রাক বিস্ফোরক, নিরাপত্তা জোরদার

মিনিয়াপোলিসে গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

রাষ্ট্রদূতদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরকারের প্রচার বৈধ : আলী রীয়াজ

ওসমান হাদির সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

১০

কুমিল্লায় তিনটি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

১১

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

১৩

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

১৪

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

১৫

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

১৬

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

১৭

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

১৮

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১৯

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

২০
X