কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১১:৫৬ এএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়া হয়’

আইনজীবী শিশির মনির ও জামায়াত নেতা কাদের মোল্লা। ছবি : সংগৃহীত
আইনজীবী শিশির মনির ও জামায়াত নেতা কাদের মোল্লা। ছবি : সংগৃহীত

জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি একটি সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে কার্যকর করা হয়েছিল বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। আপিল বিভাগের কাছে তিনি এ তথ্য তুলে ধরেন।

মঙ্গলবার (০৬ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালে এ কথা বলেন তিনি।

উপমহাদেশে এমন নজির নেই উল্লেখ করে আইনজীবী শিশির মনির বলেছেন, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি ২০১৩ সালের ১২ ডিসেম্বর এক সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে কার্যকর করা হয়েছিল। কারণ তখন সামনে ৫ জানুয়ারির নির্বাচন ছিল। নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে- এই রাজনৈতিক উদ্দেশ্য থেকেই তড়িঘড়ি করে তা করা হয়।

তিনি আরও বলেন, রিভিউ আবেদন খারিজের পর কেন তা খারিজ হলো, সে বিষয়টি রায়ে উল্লেখ করা বাধ্যতামূলক হলেও সংক্ষিপ্ত রায়ে তা লেখা হয়নি। সাধারণত সংক্ষিপ্ত রায় দেওয়া হয় আসামিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার সময়, কিন্তু এখানে তা উল্টোভাবে ব্যবহৃত হয়েছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে (লিভ গ্রান্ট করে) ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ। সেই সঙ্গে সপ্তাহের মধ্যে আবেদনকারীদের আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। তারপরের দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশন পক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলেন আদালত।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের বিরুদ্ধে।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ২ নম্বর, ৩ নম্বর এবং ৪ নম্বর অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পান আজহারুল ইসলাম। এ ছাড়া ৫ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলে শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। আপিল বিভাগের রায়ে ২, ৩, ৪ (সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে) ও ৬ নম্বর অভিযোগের দণ্ড বহাল রাখা হয়।

আর ৫ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। ওই দিন আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী (প্রয়াত) খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন (প্রয়াত) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। ওই রায়ের রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার পুনর্বিবেচনার এ আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়। ওই পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে গত ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতফেরত রোগীদের জন্য পাকিস্তানের অনন্য উদ্যোগ

বিকেলে আত্মপ্রকাশ করছে জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম

ঈদুল আজহার আগের দুই শনিবার খোলা সরকারি অফিস

৬ বছর পর জবিতে চতুর্থ সংগীত উৎসব কাল

শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

‘গাজা নিয়ে আর কোনো যুদ্ধবিরতির আলোচনা নয়’

খালেদা জিয়ার প্রটোকল বহরে হিট স্ট্রোকে অসুস্থ জবি ছাত্রদল নেতা

ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়িওয়ালা খুন

শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ নিশ্চিত করা জরুরি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা

১০

দেশের সিরিজে প্রথমবার শাশ্বত চট্টোপাধ্যায়

১১

পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে ৩ ছাত্রীর মৃত্যু

১২

১৯৭১ সালের পর প্রথমবার ভারতের রাজ্যে রাজ্যে মহড়া

১৩

ইসরায়েলি যুদ্ধবিমানের তাণ্ডবে কাঁপছে ইয়েমেন

১৪

বার্সা ম্যাচের আগে ইন্টার তারকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৫

ভারতের সঙ্গে এখন যুদ্ধ চান না পাকিস্তানিরা

১৬

বেলুচিস্তান নিয়ে ভারতের ভয়ংকর পরিকল্পনা ফাঁস

১৭

প্রশংসা পাচ্ছে সুবাহর ‘কালকে টুনির বিয়া’

১৮

বজ্রপাতের আঘাতে দ্বিখণ্ডিত গাছ

১৯

হকার জুবায়ের হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

২০
X