চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আরও এক দফা পেছাল চিন্ময় দাসের শুনানির তারিখ

চিন্ময় দাস। ছবি : সংগৃহীত
চিন্ময় দাস। ছবি : সংগৃহীত

চিন্ময় দাসসহ ৩৮ আসামির শুনানির তারিখ পিছিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এতে চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের শুনানি আরও এক দফা পেছাল। বাদীর উপস্থিতি নিশ্চিত করতে আগামী ২৫ আগস্ট নতুন তারিখ ঠিক করেছেন আদালত।

রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদ আংশিক শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মাহফুজুর রহমান গত ১ জুলাই মামলার অভিযোগপত্র জমা দেন। এতে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসসহ ৩৮ জনকে আসামি করা হয়। চলতি বছরের ৫ মে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

রাষ্ট্রপক্ষ জানায়, এক আসামির জবানবন্দিতে সুকান্ত নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার কথা উঠে আসে। তবে পূর্ণ পরিচয় না মেলায় তাকে অভিযোগপত্রে রাখা হয়নি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ৮টি মামলা রয়েছে। এ অব্যাহতির বিষয়ে মৌখিক আপত্তি জানানো হয় আদালতে।

রোববার চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয়নি। তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।

২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে আদালতপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয় আইনজীবী সাইফুল ইসলামের ওপর। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, আদালতের কার্যক্রমে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ৫টি মামলা হয়। সব মিলিয়ে ছয় মামলায় গ্রেপ্তার হন ৫১ জন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিপন দাস বঁটি দিয়ে, চন্দন দাস কিরিচ দিয়ে সাইফুল ইসলামের ওপর হামলা চালান। পরে আরও ১৫-২০ জন মিলে লাঠি, বাটাম, ইট ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে।

তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমানের ভাষ্য, চিন্ময় দাসের উসকানি ও নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

এদিকে, ২০২৪ সালের ৩১ অক্টোবর বিএনপির তৎকালীন নেতা ফিরোজ খান জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। পরে ২৫ নভেম্বর ঢাকায় অভিযান চালিয়ে চিন্ময়কে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

দেশ ছাড়েননি বুলবুল, বর্তমানে মিরপুরে বিসিবি সভাপতি

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

১০

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

১১

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

১২

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

১৩

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

১৪

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

১৫

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

১৬

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৭

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

১৮

পুকুরে মিলল রুপালি ইলিশ

১৯

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

২০
X