কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনের দুদিন পর জামিন পেলেন ভিপি প্রার্থী জালাল

জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল। ছবি : সংগৃহীত
জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল। ছবি : সংগৃহীত

হলে রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল নির্বাচনের দুদিন পর জামিন পেলেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি নিয়ে জামিনের আদেশ দেন । আদালতে প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এদিন জালালের পক্ষে তার আইনজীবী রফিকুল ইসলাম (হিমেল) জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘এ আসামি সম্পূর্ণ নির্দোষ। কোনো অপরাধ করেননি। শুধুমাত্র হয়রানি করার জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে। আসামির বিরুদ্ধে সুর্নিদিষ্ট কোনো প্রমাণ নেই। কথিত ঘটনার সময় আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।’

এ আইনজীবী বলেন, ‘১৯ সেপ্টেম্বর বিসিএস পরীক্ষা। তিনি একজন পরীক্ষার্থী। পরীক্ষায় তিনি অংশগ্রহণ করবেন। যে কোনো শর্তে তার জামিনের প্রার্থনা করছি।’

রাষ্ট্রপক্ষে ইসরাত জাহান জামিনের বিরোধিতা করেন৷ শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখানোর শর্তে আসামির জামিনের আদেশ দেন।

জালালের আইনজীবী রফিকুল ইসলাম পরে বলেন, জালালের জামিননামা দাখিল করেছি। তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। আশা করছি, কাল (শুক্রবার) সকালে তিনি কারামুক্ত হবেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ সেশনের শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী মো. রবিউল হক মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে থেকে লেখাপড়া করতেন। জালাল আহমদ সিনিয়র শিক্ষার্থী হওয়ায় বিভিন্ন সময়ে শিক্ষার্থী মো. রবিউল হককে হলের রুমের ভিতর নানাভাবে তাকে মারপিট করতনে এবং বিভিন্ন ধরনের হুমকি দিতেন। ২৬ অগাস্ট রাত ১২টার দিকে রবিউল হক রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে জালাল আহমদ রুমের ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক লাইট জ্বালায় এবং চেয়ার টানাহেঁচড়া করে বিকট শব্দ করতে শুরু করেন। যার ফলে রবিউলের ঘুম ভেঙে যায়। সে জালাল আহমেদ কে বলেন, ভাই সকালে আমি লাইব্রেরিতে যাবো। আপনি একটু আস্তে শব্দ করেন। এতে আসামি জালাল আহমদ ক্ষিপ্ত হয়ে রবিউলের সঙ্গে তর্কবিতর্ক শুরু করে। তর্কবিতর্কের একপর্যায়ে জালাল আহমেদ রবিউলকে হত্যা করার উদ্দেশ্যে কাঠের চেয়ার দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার কপাল জখমপ্রাপ্ত হয়।

পরে জালাল আহমেদ রুমের ভেতর থাকা পুরোনো টিউবলাইট দিয়ে রবিউলকে হত্যার উদ্দেশ্যে পুনরায় মাথা লক্ষ্য করে আঘাত করে। মাথা সরিয়ে নিলে তার বুকের বাঁপাশে লেগে টিউবলাইট ভেঙে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। পরে অন্যান্য রুমের শিক্ষার্থীরা রবিউলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে জালালকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়।

রুমমেটকে হত্যাচেষ্টার ঘটনায় হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে বুধবার শাহবাগ থানায় মামলা করেন। ২৭ অগাস্ট জামিন আবেদন নাকচ করে জালালকে কারাগারে পাঠানো হয়। ১ সেপ্টেম্বর জালালের জামিন আবেদন করেও প্রত্যাহার করে নেন আইনজীবী। পরদিন জামিন আবেদন করেও আইনজীবী শুনানিতে যাননি। শুনানি না করায় আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেছে। ৩ সেপ্টেম্বরও তার জামিন আবেদন নাকচ হয়। আজ জামিন শুনানি নিয়ে আদালত থেকে তার জামিনের আদেশ এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয়ে ইফসুর শুভেচ্ছা

১৭ বছরের উৎসবে অ্যানালাইজেন 

বগুড়ার সাবেক এমপি রিপুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যা এখনো পারেননি কোনো ভারতীয় ব্যাটার, সেই রেকর্ড গড়লেন অভিষেক শর্মা

হাত-পায়ের আঙুল ফোটালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ

নির্বাচিত হলে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : আমিনুল হক

বাগেরহাটে আরও ৩ দিনের হরতাল ঘোষণা

জাকসু নির্বাচন বর্জনের কারণ জানাল ছাত্রদল 

জাকসুর ভোট বর্জন করলেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮৬

১০

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত

১১

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন প্রধান উপদেষ্টা

১২

লেবাননে ইরানপন্থিদের অস্ত্র কারখানায় ইসরায়েলের হামলা

১৩

ডাকসু নির্বাচনে বিজয়ী হওয়ায় শিবিরকে তুরস্কের এজিডির শুভেচ্ছা

১৪

এশিয়া কাপে বাংলাদেশের খেলা মোবাইলে দেখবেন যেভাবে

১৫

নেত্রকোনায় ঠিকাদারকে ছাত্রদল সভাপতির মারধর

১৬

সৌদি রিয়ালের ফাঁদে প্রবাসী, ‘সাবান’ দিয়ে ৫ লাখ টাকা লুট

১৭

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তার বদলি

১৮

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, গণনা শুরু ৭টায়

১৯

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ডা. জাহিদ

২০
X