

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইলিয়াস উদ্দিন মোল্লাহর ঢাকার পল্লবী, মিরপুর, শাহ আলী ও সাভার থানাধীন এলাকায় থাকা ৬৯৪ শতাংশ জমি ও ১টি সুপার মার্কেট, ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার নামে থাকা ১টি গাড়ি, প্রাইজবন্ড ও ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোজাম্মিল হোসেন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে ১৪ কোটি ৮ লাখ ২৮ হাজার ৬০৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছে। তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের নামের হিসাবসমূহে ১৭৩ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৮০৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। সে জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামী মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর সকল সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তদন্তকালে তার নিজ নামের ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামের স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন সে জন্য স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
মন্তব্য করুন