জাল দলিলের মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের প্রমাণ ও শাস্তি পাওয়া ওষুধ কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজের স্থগিত হওয়া সাধারণ বিনিয়োগকারীদের সাবক্রিপশন আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) কমিশনের ৮৮৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বিএসইসির মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, কমিশনের ৮৩৭ সভায় বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৯৫ কোটি টাকা উত্তোলনের প্রস্তাব অনুমোদ দেওয়া হয়। পবে অনিয়ম ও জাল জালিয়াতির মাধ্যমে কোম্পানির সম্পদের মূল্য বেশি দেখিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠলে বিষয়টি তদন্তের জন্য চলতি বছর ১৫ জানুয়ারি সাধারণ বিনিয়োগকারীদের সাবক্রিপশন স্থগিত আদেশ দেয় কমিশন। যা আজকের সভায় প্রত্যহার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে জালিয়াতির অভিযোগ বিএসইসি তদন্তে কোম্পানিটির ভয়াবহ জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।
এ ঘটনায় জড়িত থাকার অপরাধে কোম্পানিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ ৫ পরিচালককে ২ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরে জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে কোম্পানিটির সিএফও এবং কোম্পানি সচিবকে জরিমানা করা হয়।
এ ছাড়া জালিয়াতি আড়াল করে কোম্পানিটিকে শেয়ারবাজারে আনার উদ্যোগ নেওয়ায় ইস্যু ম্যানেজার শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্টকেও অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়।
মন্তব্য করুন