কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৬:২১ এএম
অনলাইন সংস্করণ
রাজধানীর আগারগাঁও

নতুন অফিসপাড়ায় নতুন সিন্ডিকেট

সিন্ডিকেটের প্রধান তারিক হাসান কাজল। ছবি : সংগৃহীত
সিন্ডিকেটের প্রধান তারিক হাসান কাজল। ছবি : সংগৃহীত

দেশের সরকারি বেশিরভাগ দপ্তরের নতুন গন্তব্য রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি এই এলাকায় রয়েছে বেশ কয়েকটি বিশেষায়িত সরকারি হাসপাতাল। এসব প্রতিষ্ঠান কেন্দ্র করে উত্থান ঘটেছে নব্য এক সিন্ডিকেটের। বিভিন্ন সরকারি কাজের ঠিকাদারিতে একচ্ছত্র আধিপত্য নিয়ন্ত্রণে প্রায় দিনই চলছে মহড়া। মারধরের ঘটনা ঘটেছে প্রকৌশলীদের। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন প্রকৌশলীরা। নিরাপত্তা চেয়ে বন্ধ রেখেছিলেন উন্নয়ন কাজও। হাসপাতালের বিভিন্ন উন্নয়ন ও নিয়মিত কাজ, সরকারি জমিতে মার্কেট নির্মাণ, অ্যাম্বুলেন্স বাণিজ্য, অবৈধ জায়গায় ফার্মেসি তৈরি করে বাণিজ্যসহ নানা অপরাধে জড়াচ্ছে এই মাফিয়া সিন্ডিকেটের সদস্যরা। আর এসব কাজে সরাসরি নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে শেরেবাংলা নগর এলাকার ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তারিক হাসান কাজলের বিরুদ্ধে।

বিভিন্ন সরকারি সংস্থার প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগারগাঁওকেন্দ্রিক নতুন একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। সরকারি সংস্থার উন্নয়ন কাজ এই সিন্ডিকেটের কব্জায় নিতে চেষ্টা চলছে দীর্ঘদিন ধরেই। কেউ কথা না শুনলে হুমকি-ধমকি দেওয়া হয়। চালানো হয় নির্যাতন। অনেকেই নির্যাতনের শিকার হলেও ভয়ে মুখ ফুটে কিছু বলতে চান না। সর্বশেষ গত রোববার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী একেএম মনিরুজ্জামানসহ কয়েকজনকে মারধর করা হয়। আর এ কাজে নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা তারিক হাসান কাজল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাজল নিজেও প্রকৌশলীদের মারধর করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কাজ ঠিকাদারদের মধ্যে বণ্টন নিয়ে ঝামেলা সৃষ্টি করছিলেন তারিক হাসান কাজল। প্রায়ই দলবল নিয়ে এসে হুমকি ধমকি দিতেন। তবে প্রকৌশলীরা বরাবরই ঠিকাদারি কাজের ক্ষেত্রে সরকারের নিয়মের কথা স্মরণ করিয়ে দিতেন। এতেই ক্ষুব্ধ হন তারিক হাসান কাজল। এই পরিপ্রেক্ষিতেই গত রোববার দলবল নিয়ে গিয়ে মুনিরুজ্জামানকে মারধর করেন তারিক হাসান কাজল এবং শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি সাব্বির হোসেন মাসুদ। প্রতিবাদ করায় সহকারী প্রকৌশলী সারোয়ার হোসেনকেও মারধর করা হয়। অকথ্য ভাষায় গালাগাল করা হয় নির্বাহী প্রকৌশলীকেও। ঘটনার পরপরই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীরা কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করেন। একই সঙ্গে এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে দীর্ঘমেয়াদি আন্দোলনের ঘোষণা দেন তারা।

সর্বশেষ গত মঙ্গলবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাসান শওকত শেরেবাংলা নগর থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, গত ৬ আগস্ট আনুমানিক ৪টার দিকে অফিসে কর্মরত উপসহকারী প্রকৌশলী একেএম মনিরুজ্জামান সরকারি দায়িত্ব পালনকালে তার রুমে মো. কাজল, মো. মনির, জনিসহ আরও কিছুসংখ্যক লোক অতর্কিত ঢুকে কিল, ঘুষি, চড়-থাপ্পড় মারেন এবং অফিসে তালা ঝুলিয়ে দেবেন বলে হুমকি দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি দায়িত্ব পালন ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অন্য সহকর্মীরা আতঙ্কিত।

এ বিষয়ে জানতে কয়েকদিন ধরে মুনিরুজ্জামানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। বিভিন্ন সময়ে তার ব্যক্তিগত এবং অফিসিয়াল নম্বরে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। গত সোমবার তার অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাসান শওকত কালবেলাকে বলেন, এমন ঘটনা ঘটিয়েছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। অফিসের হাইকমান্ডকেও জানিয়েছি। যারা এমন ন্যক্কারজনক কাণ্ড ঘটিয়েছে, তারা ক্ষমা চাচ্ছে, ভবিষ্যতে আর এমন করবে না বলে জানিয়েছে।

শিক্ষা প্রকৌশলের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক জাফর আলী শিকদার বলেন, আমরা থানায় অভিযোগ জানিয়েছি। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, বিষয়টি দেখবেন, ব্যবস্থা নেবেন। ভবিষ্যতে এমন আর কিছু হবে না। সবাইকে কাজ করতে বলেছেন।

কেবল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরই নয়, আগারগাঁও এলাকার প্রায় সব অফিস এবং হাসপাতালের উন্নয়ন কাজ ও নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য এই সিন্ডিকেটের।

সরকারি বেশিরভাগ গুরুত্বপূর্ণ অফিস এখন আগারগাঁওয়ে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পাসপোর্ট অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), ডাক বিভাগের সদর দপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা সিইজিআইএস, আইসিটি মন্ত্রণালয়, বিআইডিএসসহ নানা গুরুত্বপূর্ণ অফিস বর্তমানে আগারগাঁও এলাকায় অবস্থিত। তবে এসব অফিসের ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণের জন্যই বাহিনী গঠন করে ত্রাস সৃষ্টি করছেন কাজল।

এ ছাড়া আগারগাঁও এলাকায় রয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ইনস্টিটিউট ,জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা শিশু হাসপাতাল। এসব হাসপাতাল কেন্দ্র করে অন্তত ১৫টি ফার্মেসি গড়ে তুলেছেন সিন্ডিকেটের সদস্যরা। সরকারি জমিতে এসব ফার্মেসি তৈরি করলেও সব টাকা যায় তারিক হাসানের পকেটে। হাসপাতাল ঘিরে তৈরি করা হয়েছে বেশ কিছু ক্যান্টিনও। অ্যাম্বুলেন্সের ব্যবসার নিয়ন্ত্রণও এই সিন্ডিকেটের হাতে। সিরিয়াল তৈরি, পার্কিংসহ সবকিছুই দেখভাল করেন তারা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, আগারগাঁও এলাকার সরকারি জমিতে সৃষ্টি মেডিকেল কর্নার, তাজ ফার্মেসি, আজিম ফার্মেসি, তাজ ফার্মা, লাইফ ফার্মা, মাগুরা ফার্মা, খাজা আজমেরী, সাথী সার্জিক্যাল সেন্টার, অন্তরা ফার্মেসিসহ অনেক ফার্মেসি তৈরি করা হয়েছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি জমিতে এসব ফার্মেসি তৈরির নেপথ্যে রয়েছেন তারিক হাসান কাজল। তবে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এসব ফার্মেসি থেকে ভাড়া তোলেন। যার একটা অংশ পৌঁছে দেওয়া হয় তারিক হাসানের কাছে। এ ছাড়া এসব হাসপাতালের বিভিন্ন ঠিকাদারি কাজ, জরুরি পণ্য সরবরাহ, ফুটপাত বাণিজ্যসহ নানা কাজেই যুক্ত রয়েছে তারিক হাসান কাজলের সহযোগীরা। এ ছাড়া আউটসোর্সিং কাজ পাওয়ার মাধ্যমে কয়েকটি হাসপাতাল গড়ে তুলেছেন সমান্তরাল প্রশামন। সেখানে ভর্তি থেকে শুরু করে বিছানা পাওয়া সবই এই সিন্ডিকেটের দখলে। কিছুদিন আগে শিশু হাসপাতালে এই সিন্ডিকেটের অনিয়মের প্রতিবাদ করায় একজন রোগীর স্বজনকে পিটিয়ে মেরে চোর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়। যদিও পরে দেখা গেছে অনিয়মের প্রতিবাদ করায় তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। এ ছাড়া প্রায় সব হাসপাতালের সামনে পার্কিং ব্যবসাও পরিচালনা করছেন সিন্ডিকেটের সদস্যরা। এটিআই কলেজের সীমানা প্রাচীর ভেঙে নির্মাণ করা হয়েছে ত্রিরত্ন ক্যাফে।

স্থানীয়রা বলছেন, পুরো আগারগাঁও এলাকায় এই সিন্ডিকেটের কথার বাইরে কিছু করার সুযোগ নেই। নির্মাণকাজ থেকে শুরু করে যে কোনো ব্যবসা পরিচালনা করতে গেলেও ভাগ দিতে হয় তাদের। বিশেষ করে সিন্ডিকেটের অন্যতম সদস্য ওসমান গণি সোহেল ওরফে কাল্লু সোহেল নির্যাতন করেন সাধারণ মানুষকেও। গণপূর্তের কলোনির মধ্যে তৈরি করেছেন টর্চার সেলও।

আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তরের উল্টোপাশে বিশাল একটি মার্কেটের অবস্থান। স্থানীয়ভাবে যা পাকা মার্কেট নামে পরিচিত। প্রায় পাঁচশ দোকানের এ মার্কেটের বৈধতা নেই। গণপূর্ত অধিদপ্তরের জমিতে গড়ে ওঠা এ মার্কেটের নিয়ন্ত্রণ স্থানীয় কয়েকজন প্রভাবশালীর হাতে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এ মার্কেটে ছোট-বড় প্রায় পাঁচশ দোকান রয়েছে। জমাজমাট এ মার্কেটের দোকানপ্রতি ভাড়া ৫ থেকে ১০ হাজার টাকা। তবে সরকারি জমিতে তৈরি হওয়া এসব দোকান ভাড়া কোনো সরকারি সংস্থা পায় না। সবকিছুরই ভাগবাটোয়ারা হয় স্থানীয় সরকারদলীয় নেতাদের মধ্যে। আর ভাগবাটোয়ারায় নেতৃত্ব দেন তারিক হাসান কাজল।

কেবল পাকা মার্কেটই নয়, পাশেই রয়েছে রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি ফুলের মার্কেট। দেড় শতাধিক দোকান এখানে। দোকান ভাড়া আকারভেদে ৭ থেকে ১০ হাজার টাকা। আর প্রতিটি দোকান নিতে অগ্রিম দিতে হয় দুই থেকে তিন লাখ টাকা। যদিও সরকারি জমিতে গড়ে ওঠা এসব দোকান ভাড়া তোলা হয় তারিক হাসান কাজলের নেতৃত্বে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে তারিক হাসান কাজল কালবেলাকে বলেন, আমি এমন কিছুর সঙ্গে জড়িত নই। শিক্ষা প্রকৌশলের ঘটনার বিষয়ও জানি না। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিপক্ষ আমার নামে দুর্নাম করার চেষ্টা করছে। ফুল মার্কেট, পাকা মার্কেটেও আমার আধিপত্য নেই। সব আমার সম্মান নষ্ট করার অপচেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে সর্বোচ্চ যৌন অপরাধ করে ভারতীয়রা

স্ত্রীর জন্য দোয়া চাইলেন প্রযোজক ইকবাল

ইকসু গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি

বনজ কুমারের মামলায় খালাস পেলেন ইলিয়াস

নদীতে চর ধসে আতঙ্কে শতাধিক পরিবার

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ!

আসনসীমা নিয়ে শুনানি শেষ, চূড়ান্ত তালিকা প্রকাশ শিগগিরই 

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঝোড়ো হাওয়ার শঙ্কা

মুহূর্তের ব্যবধানেই ভেস্তে গেল বন্দরে ডাকাতির পরিকল্পনা

মেসিকে না পারলেও রোনালদোকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফট

১০

কিডনি রোগ হলে কী কী লক্ষণ হবে শরীরে

১১

এবার ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সমন্বয়ক রিয়াদ রিমান্ডে 

১২

কাগজপত্র জালিয়াতি করে অধ্যক্ষ হয়েছেন জাকির হোসেন

১৩

বিপিএলে ১ বলে ১৫ রান দেওয়া বোলার এবার দিলেন ১ বলে ২২ রান!

১৪

পেছাল রাকসু নির্বাচনের তারিখ, প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

১৫

রুমমেটকে ছুরিকাঘাত, ঘটনাটি সাজানো বললেন ভিপি প্রার্থী জালাল

১৬

ইরানে ফিরলেন আইএইএ পরিদর্শকরা, পরমাণু সহযোগিতা অনিশ্চিত

১৭

জরায়ুমুখের ক্যানসার কেন হয়, কারা বেশি ঝুঁকিতে আছেন?

১৮

প্রেমিকাকে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃত্বিক, নেবেন কত রুপি?

১৯

বাজারে চিংড়ির খোলসের ভেতর জেলি, অতঃপর...

২০
X