কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কলেজে ভর্তির আবেদন শুরু ২৪ জুলাই, বাড়ছে ফি 

একাদশ শ্রেণির শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
একাদশ শ্রেণির শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

চলতি বছর একাদশ শ্রেণির ভর্তিতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। এবার কোটাব্যবস্থায় মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা। এ ছাড়া গতবারের চেয়ে এবার আবেদন ফি ৭০ টাকা বাড়ানো হচ্ছে। শিক্ষার্থীদের কিছু বিষয় পছন্দের ক্ষেত্রে রাখা হচ্ছে স্বাধীনতা। আর আসন্ন শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৪ জুলাই, যা চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত।

ভর্তির কাজ শেষ করে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর। এমন কিছু নতুন বিষয় যুক্ত করে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৫-এর খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (২২ জুলাই) প্রস্তাবিত নীতিমালার খসড়া চূড়ান্ত করতে একটি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সিদ্দিক জুবায়েরের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা ছাড়াও রাজধানীর ৩৫টি বড় কলেজের অধ্যক্ষদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এবার একাদশ শ্রেণির ভর্তিতে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে বড় পরিবর্তন, ভর্তিতে যে কোটাব্যবস্থা বিদ্যমান রয়েছে সেখানে মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা সংযোজন করা হয়েছে। তবে, এই কোটা সর্বোচ্চ এ বছরের ভর্তি পর্যন্ত থাকতে পারে, এমনও আলোচনা হয়েছে। অর্থাৎ আগামী বছর থেকে সব ধরনের কোটা তুলে দেওয়া হতে পারে।

প্রস্তাবিত খসড়া নীতিমালা অনুযায়ী, ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এবার আবেদন ফি ৭০ টাকা বাড়িয়ে ২২০ টাকা করা হয়েছে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।

ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু বিষয়ে খসড়া নীতিমালায় বলা হয়, অনলাইনে আবেদন গ্রহণ বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে ৯ আগস্ট পর্যন্ত চলবে। প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে ২১ আগস্ট (রাত ৮টা পর্যন্ত)। আর প্রথম পর্যায়ের নিশ্চায়ন করতে হবে ২৫ আগস্ট (রাত ৮টা পর্যন্ত)। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে ২৬-২৮ আগস্ট। এ পর্যায়ের ফল প্রকাশ হবে ৩১ আগস্ট (রাত ৮টায়)।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে ৫-৮ সেপ্টেম্বর পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর (রাত ৮টায়)।

সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১৪ সেপ্টেম্বর। ভর্তি শুরু হবে ১৫-২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে ৩০ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে একাদশ শ্রেণির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদে সই না করা রাজনীতিকদের প্রতি সালাহউদ্দিন আহমদের বার্তা

পটুয়াখালীতে কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত

‘ছাত্রশিবিরের বিজয় ইসলাম, মানবতা ও দেশপ্রেমের জয়’

নুরুদ্দিন অপুকে কাছে পেয়ে নেতাকর্মীরা আবেগাপ্লুত

আসছে অদ্ভুুত সব নিয়ম নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টোয়েন্টি

আফগানিস্তানে আবারও পাকিস্তানের বিমান হামলা

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের রেকর্ড

দূরন্ত গতিতে ছুটছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স

সিনিয়রদের পথে হাঁটতে ব্যর্থ প্রীতিরা

নিজেদের স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

১০

পাবনায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

১১

চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

নারায়ণগঞ্জে আবু জাফর আহমদের নির্বাচনী প্রচারণা শুরু

১৩

গাইবান্ধায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৫

রাঙামাটিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কালবেলার ৩য় বার্ষিকী উদযাপন

১৬

গোপালগঞ্জে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

সব ব্যাঙ এক পাল্লায় ওঠানো যাবে না : মির্জা আব্বাস

১৮

সাংবাদিক লাঞ্ছনায় প্রতিবাদ সমাবেশ

১৯

জুলাই সনদে সই না করার ব্যাখ্যা দিলেন সারোয়ার তুষার

২০
X